ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

পূর্ণ সামরিক প্রস্তুতির ঘোষণা ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদের

  • আপডেট সময় : ০১:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

TOPSHOT - A serviceman of Ukrainian Military Forces looks through spyglass on his position on the front line with Russia backed separatists not far Novolugansk, Donetsk region on February 16, 2022. (Photo by Anatolii STEPANOV / AFP) (Photo by ANATOLII STEPANOV/AFP via Getty Images) *** BESTPIX ***

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইন ঘিরে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব ইউক্রেইনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা পূর্ণ সামরিক প্রস্তুতির নেওয়ার ঘোষণা দিয়েছে। সংঘাতের হুমকির মুখে নারী ও শিশুদের রাশিয়ার দক্ষিণে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার একদিন পর তারা এ ঘোষণা দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল শনিবার স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) প্রধান ডেনিস পুশিলিন এক ভিডিও বার্তায় বলেন, তিনি সামরিক প্রস্তুতির একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন এবং যারাই ‘হাতে অস্ত্র নিতে সক্ষম’ তাদেরকে সামরিক দপ্তরে ডাকা হয়েছে। এর কিছুক্ষণ পর আরেক বিচ্ছিন্নতাবাদী নেতা লিওনিড পাসেচনিকও লুহানস্ক পিপলস রিপাবলিকের ক্ষেত্রে একই রকম একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। এর আগে শুক্রবার বিচ্ছিন্নতাবাদী নেতারা ইউক্রেনীয় বাহিনীর আসন্ন হামলার আশঙ্কার কথা বলে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে রাশিয়ায় প্রায় ৭ লাখ লোককে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান। তবে কিয়েভ বিচ্ছিন্নতাবাদীদের এলাকায় হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
গত শনিবার সকাল পর্যন্ত দোনেস্ক থেকে ৭ হাজারের মতো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জরুরি মন্ত্রণালয়। পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা আগের ২৪ ঘণ্টায় ৬৬ বার যুদ্ধবিরতি লংঘনের পর শনিবার সকালেও ১২ বার লংঘন করেছে বলে অভিযোগ ইউক্রেইনের সামরিক বাহিনীর। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীরাও বলছে, শনিবার ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকটি গ্রামে গোলা নিক্ষেপ করেছে। উভয়পক্ষ এর আগেও প্রায়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লংঘনের অভিযোগ এনেছে। শনিবার স্থানীয় সময় সকালে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দোনেস্কের উত্তরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে রয়টার্স। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিতভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পূর্ণ সামরিক প্রস্তুতির ঘোষণা ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদের

আপডেট সময় : ০১:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইন ঘিরে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব ইউক্রেইনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা পূর্ণ সামরিক প্রস্তুতির নেওয়ার ঘোষণা দিয়েছে। সংঘাতের হুমকির মুখে নারী ও শিশুদের রাশিয়ার দক্ষিণে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার একদিন পর তারা এ ঘোষণা দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল শনিবার স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) প্রধান ডেনিস পুশিলিন এক ভিডিও বার্তায় বলেন, তিনি সামরিক প্রস্তুতির একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন এবং যারাই ‘হাতে অস্ত্র নিতে সক্ষম’ তাদেরকে সামরিক দপ্তরে ডাকা হয়েছে। এর কিছুক্ষণ পর আরেক বিচ্ছিন্নতাবাদী নেতা লিওনিড পাসেচনিকও লুহানস্ক পিপলস রিপাবলিকের ক্ষেত্রে একই রকম একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। এর আগে শুক্রবার বিচ্ছিন্নতাবাদী নেতারা ইউক্রেনীয় বাহিনীর আসন্ন হামলার আশঙ্কার কথা বলে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে রাশিয়ায় প্রায় ৭ লাখ লোককে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান। তবে কিয়েভ বিচ্ছিন্নতাবাদীদের এলাকায় হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
গত শনিবার সকাল পর্যন্ত দোনেস্ক থেকে ৭ হাজারের মতো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জরুরি মন্ত্রণালয়। পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা আগের ২৪ ঘণ্টায় ৬৬ বার যুদ্ধবিরতি লংঘনের পর শনিবার সকালেও ১২ বার লংঘন করেছে বলে অভিযোগ ইউক্রেইনের সামরিক বাহিনীর। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীরাও বলছে, শনিবার ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকটি গ্রামে গোলা নিক্ষেপ করেছে। উভয়পক্ষ এর আগেও প্রায়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লংঘনের অভিযোগ এনেছে। শনিবার স্থানীয় সময় সকালে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দোনেস্কের উত্তরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে রয়টার্স। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিতভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।