আন্তর্জাতিক ডেস্ক : মস্কো সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের হামলায় ইউক্রেনের এক সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। এ ঘটনাকে কেন্দ্র করে যেকোনো সময় রুশ হামলার আশক্সক্ষা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
গতকাল শনিবার গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলে বিরোধপূর্ণ লুগানস্ক এবং ডনটেস্ক এলাকায় রুশ সমর্থিত সশস্ত্র গোষ্ঠী মর্টার ও গোলাবর্ষণ করে। ইউক্রেনকে লক্ষ্য করে ছোঁড়া ওই গোলাবর্ষণে এক সেনা নিহত ও কয়েকজন আহত হয়।
ইউক্রেনের জরুরি সার্ভিসও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বিদ্রোহী গোষ্ঠীরা ৮২ ও ১২০ মিলিমিটারের মর্টার শেল নিক্ষেপ করে। যুদ্ধবিরতি চুক্তিতে এ ধরনের মর্টার শেলের ব্যবহার নিষিদ্ধ। তাস্বত্ত্বেও, বিদ্রোহী গোষ্ঠীরা এ ধরনের শেলের ব্যবহার করেছে।
এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, বিদ্রোহী গোষ্ঠীরা জনবহুল এবং আবাসিক এলাকাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এর মাধ্যমে আমাদের (ইউক্রেন) সেনাকে পাল্টা আক্রমণ করতে প্রলুব্ধ করছে। যদি পাল্টা হামলায় কেউ আহত হয়, তাহলে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনের মিথ্যা অজুহাত তুলে রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ শুরু করবে। এ কারণে তারা পাল্টা হামলা থেকে বিরত রয়েছে।
যদিও রাশিয়া হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে, এটি ইউক্রেনের ‘অভ্যন্তরীণ’ ঘটনা। গতকাল শনিবার ডনটেস্ক এবং লুগানস্ক অঞ্চলের বিদ্রোহী নেতৃবৃন্দ সামগ্রিক পরিস্থিতিকে ‘সংকটময়’ বলে উল্লেখ করেছেন।
রুশ সমর্থিত বিদ্রোহীদের হামলায় ইউক্রেনের সেনা নিহত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ