ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জামায়াতের সেক্রেটারি জেনারেল কারাগারে

  • আপডেট সময় : ১০:০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক আব্দুল মালেক আসামি গোলাম পরওয়ারকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৪ ফেব্রুয়ারি গোলাম পরওয়ারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৬ মার্চ জুমার নামাজের পর বিক্ষিপ্তভাবে একদল মুসল্লি মোদিবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেন। তারা রাস্তায় বের হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে এবং মসজিদ প্রাঙ্গণে টিয়ারশেল নিক্ষেপ করে। মুসল্লিরা তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ে করে পুলিশ। পরে সেই মামলায় পরওয়ারকে গ্রেফতার করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত

জামায়াতের সেক্রেটারি জেনারেল কারাগারে

আপডেট সময় : ১০:০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক আব্দুল মালেক আসামি গোলাম পরওয়ারকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৪ ফেব্রুয়ারি গোলাম পরওয়ারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৬ মার্চ জুমার নামাজের পর বিক্ষিপ্তভাবে একদল মুসল্লি মোদিবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেন। তারা রাস্তায় বের হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে এবং মসজিদ প্রাঙ্গণে টিয়ারশেল নিক্ষেপ করে। মুসল্লিরা তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ে করে পুলিশ। পরে সেই মামলায় পরওয়ারকে গ্রেফতার করা হয়।