আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সীমান্ত থেকে রুশ সেনা ফিরিয়ে নেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। উল্টো, আরও অতিরিক্ত সাত হাজার সেনা মোতায়েনের দাবি করেছে দেশটি।মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া হয়ত দাবি করতে পারে ইউক্রেন তাদের ওপর আক্রমণ করেছে। এ মিথ্যা অভিযোগ দিয়ে ‘যেকোনো সময়’ ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে। এর আগে রাশিয়া দাবি করেছিল, বেলারুশের সঙ্গে সামরিক মহড়া শেষ হওয়ার পরে কিছু সেনা ঘাঁটিতে ফিরিয়ে নেয়া হয়েছে। কিন্তু এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। বুধবার জার্মানির চ্যান্সেলরের সঙ্গে ফোনালাপ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের। উত্তেজনা প্রশমনে রাশিয়ার প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান উভয় নেতা। বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, ক্রিমিয়া থেকে রুশ ট্যাংক সরিয়ে নেওয়া হচ্ছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। যুক্তরাষ্ট্র দাবি করেছে, সেনা প্রত্যাহারের পরিবর্তে ওই অঞ্চলে আরো কয়েক হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।
ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী রাশিয়ার সঙ্গে উত্তেজনা তৈরি হয়। রাশিয়ার দাবি, ইউক্রেন ন্যাটোতে যোগদান করলে ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটো সেনা মোতায়েন করবে। যা রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ।
ইউক্রেনের সীমান্তে ভারী সামরিক যুদ্ধাস্ত্রসহ প্রায় দেড় লাখ সেনা মোতায়েন করে রাশিয়া। এর ফলে ইউরোপে নতুন সংকট তৈরির সম্ভাবনা দেখা যায়। পরে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করে ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা।
তবে, শুধুমাত্র আলোচনার ওপর ভরসা রাখতে পারছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন কখনো ন্যাটোতে যোগদান করবে না তার জন্য আনুষ্ঠানিক চুক্তি চান তিনি।