ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেবে অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : ০২:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাবদ্ধের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ। তিনি বলেন, হামাস এবং সহিংস চরমপন্থী গোষ্ঠীগুলোর দৃষ্টিভঙ্গি বেশ উদ্বেগজনক। তাদের বিদ্বেষপূর্ণ মতাদর্শ অস্ট্রেলিয়ায় কোনও জায়গা নেই। ফিলিস্তিনের এই গোষ্ঠীটিকে যখন নিষিদ্ধের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার তখন এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি হামাস।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটিও স্পষ্ট করা দরকার যে আমাদের আইন শুধুমাত্র সন্ত্রাসী কর্মকা- এবং সন্ত্রাসীদেরকে লক্ষ্য করেই নয়, সেই সব সংগঠনগুলোকে যারা অর্থায়ন করে এবং চালাচ্ছে তাদের জন্যও। এদিকে অস্ট্রেলিয়া সরকারের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত একে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের আরও একটি বড় পদক্ষেপ বলে অবিহিত করেছেন। ২০০৭ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যাকার নিয়ন্ত্রণে করছে হামাস গোষ্ঠী। এর আগে অস্ট্রেলীয় সরকার ২০০৩ সালে হামাসের আল-কাসেম ব্রিগেড সামরিক শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিভুক্ত করে। সূত্র: আল জাজিরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নেপালে বন্যা-ভূমিধসে ৪৭ জনের মৃত্যু

হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেবে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০২:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাবদ্ধের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ। তিনি বলেন, হামাস এবং সহিংস চরমপন্থী গোষ্ঠীগুলোর দৃষ্টিভঙ্গি বেশ উদ্বেগজনক। তাদের বিদ্বেষপূর্ণ মতাদর্শ অস্ট্রেলিয়ায় কোনও জায়গা নেই। ফিলিস্তিনের এই গোষ্ঠীটিকে যখন নিষিদ্ধের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার তখন এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি হামাস।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটিও স্পষ্ট করা দরকার যে আমাদের আইন শুধুমাত্র সন্ত্রাসী কর্মকা- এবং সন্ত্রাসীদেরকে লক্ষ্য করেই নয়, সেই সব সংগঠনগুলোকে যারা অর্থায়ন করে এবং চালাচ্ছে তাদের জন্যও। এদিকে অস্ট্রেলিয়া সরকারের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত একে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের আরও একটি বড় পদক্ষেপ বলে অবিহিত করেছেন। ২০০৭ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যাকার নিয়ন্ত্রণে করছে হামাস গোষ্ঠী। এর আগে অস্ট্রেলীয় সরকার ২০০৩ সালে হামাসের আল-কাসেম ব্রিগেড সামরিক শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিভুক্ত করে। সূত্র: আল জাজিরা।