তুই কী আমার জলের বেসিন?
ইচ্ছে হলেই যখন তখন
শ্যামল কালো দুঃখগুলো,
রক্তজবা কষ্টগুলো তোর জলেতেই ধুয়ে ফেলি?
সৈয়দ ইফতেখারের দুটি কবিতা
অ্যামিনো অ্যাসিড
একটা দ্বিধা-দ্বন্দ্বের ভোর ছিল
সূর্য উঠবে কি না তা নিয়ে কছেল্লা
যত রকম ভাসা ভাসা ধারণা, তার সবটাই পূর্ণ
অপেক্ষা করতে করতে খ্যাপা
আর কতদিন গেলে কিরণ দেখবো
ভাবছি রোজ, ভাবছি খেতে খেতে, ঘুমোতে ঘুমোতে
অবশেষে সময় গড়িয়ে ব্যাকটেরিয়া।