নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কল্যাণপুর খাল থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল বুধবার সকালে রাজধানীর কল্যাণপুর গাবতলী রিটেনশন খাল এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি এর উদ্বোধন করেন। এ সময় তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৯টি খাল রক্ষা করা হবে। যে কার্যক্রম ইতোমধ্যে চলমান। আজ উদ্বোধন হতে যাওয়া একটি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণও মানুষের কাজে আসবে। রাজধানীর কোনো খাল, লেকের সীমানা অরক্ষিত থাকবে না বলে জানান এলজিআরডি মন্ত্রী। দখলদারদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা নিজেদের ইচ্ছায় সরে যাবে না, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। জলাবদ্ধতা দূর করতে ও শহরের বুকে থাকা খাল এবং লেকগুলোর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে যা প্রয়োজন আমাদের সরকার তাই করবে। সরকারের লক্ষ্য হলো একটি মডেল শহর উপহার দেওয়া। সে দিকেই আমরা এগিয়ে যাচ্ছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণ কার্যক্রম শুরু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ