ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

দিন চলে যাচ্ছে, মাঠে নামুন: বিএনপিকে জাফরুল্লাহ

  • আপডেট সময় : ০১:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সবাইকে নিয়ে সম্মিলিতভাবে সরকারের বিরুদ্ধে মাঠে নামতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বড় দল, আপনাদের বড় দায়িত্ব আছে। দিন চলে যাচ্ছে, প্রতিটা দিন এখন মূল্যবান। যেভাবেই হোক সবাইকে নিয়ে রাস্তায় নামুন।’
গতকাল বুধবার ধানমন্ডি গণস্বাস্থ্যে নগর হাসপাতালে মেজর হায়দার বীর উত্তম মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপতি ‘এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে জেনারেল ওসমানী ফাউন্ডেশন। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে অবশ্যই যেতে হবে- এমন মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে রাস্তায় নামা। সম্মিলিতভাবে নামতে হবে। এখানে বিএনপির একটা বড় দায়িত্ব আছে। বিএনপিকে আরেকটু চিন্তাভাবনা করে আগাতে হবে। বিএনপির কাছে আবেদন আপনারা সবার সাথে বসেন। সবাইকে নিয়ে করেন।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার মনে করে তারা খুব চালাক। কাউয়া যখন মরিচ লুকায তখন সে চোখ বন্ধ করে লুকায়। মনে করে পৃথিবীর কেউ তাকে দেখছে না।’ শেখ হাসিনার প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের সঙ্গে দেখা করতে পারলেও নানা কারণে এখন তার দলীয় লোকজনও দেখা করতে পারেন না বলে দাবি করেন এই প্রবীণ চিকিৎসক। নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, ‘তিন মাসের তত্ত্বাবধাযক সরকার কিছু করতে পারবে না। সামগ্রিক পরিবর্তনের জন্য জাতীয় সরকার বলি বা সর্বদলীয় সরকার বলি..। বর্তমান সরকার থাকলে ন্যায্য কিছু হবে না।’

নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘সার্চ কমিটি যে ১০টি নাম রাষ্ট্রপতির কাছে জমা দেবে তা আগেই প্রকাশ করতে হবে। যাতে জনগণ বক্তব্য দিতে পারে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দিন চলে যাচ্ছে, মাঠে নামুন: বিএনপিকে জাফরুল্লাহ

আপডেট সময় : ০১:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : সবাইকে নিয়ে সম্মিলিতভাবে সরকারের বিরুদ্ধে মাঠে নামতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বড় দল, আপনাদের বড় দায়িত্ব আছে। দিন চলে যাচ্ছে, প্রতিটা দিন এখন মূল্যবান। যেভাবেই হোক সবাইকে নিয়ে রাস্তায় নামুন।’
গতকাল বুধবার ধানমন্ডি গণস্বাস্থ্যে নগর হাসপাতালে মেজর হায়দার বীর উত্তম মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপতি ‘এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে জেনারেল ওসমানী ফাউন্ডেশন। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে অবশ্যই যেতে হবে- এমন মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে রাস্তায় নামা। সম্মিলিতভাবে নামতে হবে। এখানে বিএনপির একটা বড় দায়িত্ব আছে। বিএনপিকে আরেকটু চিন্তাভাবনা করে আগাতে হবে। বিএনপির কাছে আবেদন আপনারা সবার সাথে বসেন। সবাইকে নিয়ে করেন।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার মনে করে তারা খুব চালাক। কাউয়া যখন মরিচ লুকায তখন সে চোখ বন্ধ করে লুকায়। মনে করে পৃথিবীর কেউ তাকে দেখছে না।’ শেখ হাসিনার প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের সঙ্গে দেখা করতে পারলেও নানা কারণে এখন তার দলীয় লোকজনও দেখা করতে পারেন না বলে দাবি করেন এই প্রবীণ চিকিৎসক। নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, ‘তিন মাসের তত্ত্বাবধাযক সরকার কিছু করতে পারবে না। সামগ্রিক পরিবর্তনের জন্য জাতীয় সরকার বলি বা সর্বদলীয় সরকার বলি..। বর্তমান সরকার থাকলে ন্যায্য কিছু হবে না।’

নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘সার্চ কমিটি যে ১০টি নাম রাষ্ট্রপতির কাছে জমা দেবে তা আগেই প্রকাশ করতে হবে। যাতে জনগণ বক্তব্য দিতে পারে।’