প্রত্যাশা ডেস্ক : সামাজিক মাধ্যম ইউটিউবে ভারতের সংসদ টিভির অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। প্রায় দুই ঘণ্টা পর চ্যানেলটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভার কার্যবিবরণী সংসদ টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। এক অফিশিয়াল বিবৃতিতে পার্লামেন্ট টিভি জানায়, ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত একটার সময় সংসদ টিভির ইউটিউব চ্যানেল হ্যাকের বিষয়টি সামনে আসে। হ্যাকাররা সংসদ টিভির নামের পরিবর্তে ইথেরিয়াম করে। ইথেরিয়াম হচ্ছে একটি ক্রিপ্টো কারেন্সি। হ্যাকিংয়ের ঘটনা সামনে আসার পর কিছুক্ষণের জন্য ইউটিউব চ্যানেলটি বন্ধ রাখা হয়। চ্যানেল কর্তৃপক্ষ রাতে ইউটিউব ও গুগলকে হ্যাকিংয়ের ঘটনা জানানোর পর তারা কাজ শুরু করে। ভারতে সাইবার নিরাপত্তার ঘটনা পর্যবেক্ষণকারী নোডাল এজেন্সি, ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম ভবিষ্যতে হ্যাকিংয়ের ঘটনা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের জন্য সংসদ টিভিকে সতর্ক করেছে।