ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

প্রথম ছবি পাঠিয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

  • আপডেট সময় : ০৯:১৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : মহাকাশ থেকে ছবি পাঠানো শুরু করেছে এযাবৎকালে নাসার সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ। তবে, সমন্বয় এখনও হয়নি ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)’ মূল আয়নার ১৮টি অংশের সমন্বয় এখনও হয়নি। ফলে একই ছবিতে একই নক্ষত্রের প্রতিবিম্ব ধরা পড়েছে ১৮টি ভিন্ন ভিন্ন কোণ থেকে।
নাসা জেডব্লিউএসটি’র তোলা প্রথম ছবিটি প্রকাশ করেছে শুক্রবার। মহাকাশ গবেষণা সংস্থাটির হাতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আয়নার সবগুলো অংশের সমন্বয় করা। প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার বলছে, আয়নার ভিন্ন ভিন্ন অংশ পুরোপুরি সমন্বিত হলে এক ছবিতে এইচডি ৮৪৪০৬ নক্ষত্রটির ১৮টি আলাদা প্রতিচ্ছবি থাকবে না, সবগুলো একিভূত হয়ে ফুঁটে উঠবে একটি নক্ষত্রের ছবি।

মহাকাশে আলোর কণা চিহ্নিত করার জন্য চারটি আলাদা আলাদা যন্ত্র রয়েছে জেডব্লিউএসটি’র। এর মধ্যে শুক্রবার প্রকাশিত ছবিটি তুলতে ব্যবহৃত হয়েছে ‘নিয়ার ইনফ্রারেড ক্যামেরা (এনআইআরক্যাম)’। দুটি উদ্দেশ্যে পরীক্ষামূলক ছবিগুলো তোলা হচ্ছে বলে জানিয়েছে টেকরেডার।

প্রথমত, ছবি থেকে নাসার বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন পুরো টেলিস্কোপটির মধ্যে দিয়ে এনআইআরক্যামের সেন্সরে পৌঁছাচ্ছে আলোর কণা। দ্বিতীয়ত, পরীক্ষামূলক ছবিগুলোকে ব্যবহার করে আয়নার ১৮টি অংশ সমন্বয়ের মান নির্ধারণ করতে পারছেন বিজ্ঞানীরা।
টেকরেডার জানিয়েছে আয়না সমন্বয়ের কাজ শেষ করতে কয়েক মাস সময় লাগবে নাসা’র। প্রথম ছবিগুলোকে প্রাথমিক অবস্থায় অতিগুরুত্বপূর্ণ মনে না হলেও আয়নার ভিন্ন ভিন্ন অংশ সমন্বয়ের খাতিরেই গুরুত্ব পাচ্ছে ছবিগুলো।

আয়না সমন্বয়ের পাশাপাশি বাকি তিনটি সেন্সরের কার্যকারিতা যাচাই এখনো বাকি আছে বলে জানিয়েছে টেকরেডার। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষা চালিয়ে সেন্সরগুলোর কার্যক্ষমতা নিশ্চিত করা হবে। আয়নার সমন্বয় এবং সেন্সরগুলো চালু করার কাজ শেষ হলে মহাকাশের আরো পরিষ্কার ছবি দিতে পারবে জেডব্লিউএসটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রথম ছবি পাঠিয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

আপডেট সময় : ০৯:১৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

প্রযুক্তি ডেস্ক : মহাকাশ থেকে ছবি পাঠানো শুরু করেছে এযাবৎকালে নাসার সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ। তবে, সমন্বয় এখনও হয়নি ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)’ মূল আয়নার ১৮টি অংশের সমন্বয় এখনও হয়নি। ফলে একই ছবিতে একই নক্ষত্রের প্রতিবিম্ব ধরা পড়েছে ১৮টি ভিন্ন ভিন্ন কোণ থেকে।
নাসা জেডব্লিউএসটি’র তোলা প্রথম ছবিটি প্রকাশ করেছে শুক্রবার। মহাকাশ গবেষণা সংস্থাটির হাতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আয়নার সবগুলো অংশের সমন্বয় করা। প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার বলছে, আয়নার ভিন্ন ভিন্ন অংশ পুরোপুরি সমন্বিত হলে এক ছবিতে এইচডি ৮৪৪০৬ নক্ষত্রটির ১৮টি আলাদা প্রতিচ্ছবি থাকবে না, সবগুলো একিভূত হয়ে ফুঁটে উঠবে একটি নক্ষত্রের ছবি।

মহাকাশে আলোর কণা চিহ্নিত করার জন্য চারটি আলাদা আলাদা যন্ত্র রয়েছে জেডব্লিউএসটি’র। এর মধ্যে শুক্রবার প্রকাশিত ছবিটি তুলতে ব্যবহৃত হয়েছে ‘নিয়ার ইনফ্রারেড ক্যামেরা (এনআইআরক্যাম)’। দুটি উদ্দেশ্যে পরীক্ষামূলক ছবিগুলো তোলা হচ্ছে বলে জানিয়েছে টেকরেডার।

প্রথমত, ছবি থেকে নাসার বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন পুরো টেলিস্কোপটির মধ্যে দিয়ে এনআইআরক্যামের সেন্সরে পৌঁছাচ্ছে আলোর কণা। দ্বিতীয়ত, পরীক্ষামূলক ছবিগুলোকে ব্যবহার করে আয়নার ১৮টি অংশ সমন্বয়ের মান নির্ধারণ করতে পারছেন বিজ্ঞানীরা।
টেকরেডার জানিয়েছে আয়না সমন্বয়ের কাজ শেষ করতে কয়েক মাস সময় লাগবে নাসা’র। প্রথম ছবিগুলোকে প্রাথমিক অবস্থায় অতিগুরুত্বপূর্ণ মনে না হলেও আয়নার ভিন্ন ভিন্ন অংশ সমন্বয়ের খাতিরেই গুরুত্ব পাচ্ছে ছবিগুলো।

আয়না সমন্বয়ের পাশাপাশি বাকি তিনটি সেন্সরের কার্যকারিতা যাচাই এখনো বাকি আছে বলে জানিয়েছে টেকরেডার। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষা চালিয়ে সেন্সরগুলোর কার্যক্ষমতা নিশ্চিত করা হবে। আয়নার সমন্বয় এবং সেন্সরগুলো চালু করার কাজ শেষ হলে মহাকাশের আরো পরিষ্কার ছবি দিতে পারবে জেডব্লিউএসটি।