ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

উত্তর সিটিতে ১০০ বৈদ্যুতিক খুঁটিতে সিসি ক্যামেরা, ওয়াইফাই দেবে রবি

  • আপডেট সময় : ০২:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ১০০টি বৈদ্যুতিক খুঁটিতে সিসি ক্যামেরা এবং ওয়াইফাইসহ নানান সুবিধা সম্বলিত ‘স্মার্ট নেটওয়ার্ক’ অবকাঠামো নির্মাণ করবে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘রবি’। জনসমাগমপূর্ণ স্থানে এই ডিজিটাল সেবা শুরু করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে উত্তর সিটির নগর ভবনে ডিএনসিসি ও রবির মধ্যে এ বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শেষে এ কথা জানিয়েছেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। মেয়র জানান, এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি উত্তর সিটি এলাকায় ডিজিটাল সেবা সম্প্রসারণ কার্যক্রম শুরু করবে। এছাড়া করপোরেশন এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন, যানবাহন মনিটরিংয়ের জন্য স্মার্ট সিটি সার্ভিলেন্স, স্মার্ট সিটি ইন্টারনেট অব থিংস, স্মার্ট এনভায়রনমেন্ট, স্মার্ট স্ট্রিটলাইট পোস্ট, স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, শব্দ দূষণ মনিটরিং, স্মার্ট পার্কিং ব্যবস্থাপনাসহ ছাত্র-ছাত্রীদের অবস্থান নির্ণয়ের জন্য স্মার্ট ডিভাইস ব্যবহারের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রবির প্রতি আহবান জানান উত্তর সিটি মেয়র। পাশাপাশি অন্যান্য টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে একইভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। মেয়র বলেন, ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপসটি ব্যবহার করে এ পর্যন্ত অনেক নাগরিক সমস্যা নাগরিকরা করপোরেশনকে অবহিত করেছেন। এরমধ্যে প্রায় ৮৬ শতাংশ সমাধান করা হয়েছে বলেও জানান উত্তর সিটি মেয়র। আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির সবাই জবাবদিহিতার মধ্যে রয়েছে। সবাই মিলে সবার ঢাকা গড়তে হলে সকলকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙার ঘটনা: অন্তর্বর্তী সরকার

উত্তর সিটিতে ১০০ বৈদ্যুতিক খুঁটিতে সিসি ক্যামেরা, ওয়াইফাই দেবে রবি

আপডেট সময় : ০২:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ১০০টি বৈদ্যুতিক খুঁটিতে সিসি ক্যামেরা এবং ওয়াইফাইসহ নানান সুবিধা সম্বলিত ‘স্মার্ট নেটওয়ার্ক’ অবকাঠামো নির্মাণ করবে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘রবি’। জনসমাগমপূর্ণ স্থানে এই ডিজিটাল সেবা শুরু করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে উত্তর সিটির নগর ভবনে ডিএনসিসি ও রবির মধ্যে এ বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শেষে এ কথা জানিয়েছেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। মেয়র জানান, এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি উত্তর সিটি এলাকায় ডিজিটাল সেবা সম্প্রসারণ কার্যক্রম শুরু করবে। এছাড়া করপোরেশন এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন, যানবাহন মনিটরিংয়ের জন্য স্মার্ট সিটি সার্ভিলেন্স, স্মার্ট সিটি ইন্টারনেট অব থিংস, স্মার্ট এনভায়রনমেন্ট, স্মার্ট স্ট্রিটলাইট পোস্ট, স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, শব্দ দূষণ মনিটরিং, স্মার্ট পার্কিং ব্যবস্থাপনাসহ ছাত্র-ছাত্রীদের অবস্থান নির্ণয়ের জন্য স্মার্ট ডিভাইস ব্যবহারের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রবির প্রতি আহবান জানান উত্তর সিটি মেয়র। পাশাপাশি অন্যান্য টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে একইভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। মেয়র বলেন, ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপসটি ব্যবহার করে এ পর্যন্ত অনেক নাগরিক সমস্যা নাগরিকরা করপোরেশনকে অবহিত করেছেন। এরমধ্যে প্রায় ৮৬ শতাংশ সমাধান করা হয়েছে বলেও জানান উত্তর সিটি মেয়র। আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির সবাই জবাবদিহিতার মধ্যে রয়েছে। সবাই মিলে সবার ঢাকা গড়তে হলে সকলকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে।