ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

জার্মানিতে ব্লকড ৬৪টি টেলিগ্রাম চ্যানেল

  • আপডেট সময় : ১২:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : মেসেজিং সেবা টেলিগ্রামের ৬৪টি চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে জার্মানিতে। দেশটিতে কোভিড মহামারী নিয়ে মিথ্যাচার ও ভুয়া খবর প্রচারের শীর্ষ মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মটি। কর্তৃপক্ষের নজর এড়ানোর নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে চরম-ডানপন্থীদের কাছেও জনপ্রিয়তা পেয়েছিল সেবাটি।
স্থানীয় একটি সংবাদপত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার জন্য টেলিগ্রাম কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিলে জার্মানির ‘ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস’।

জার্মানিতে কোভিড টিকাবিরোধী ষড়যন্ত্র তাত্ত্বিকদের অবাধ মিথ্যাচারের সুযোগ করে দেওয়ার জন্য দোষারোপ করা হয় টেলিগ্রামকে। বিভিন্ন সময়ে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ ডেকেছে ওই ষড়যন্ত্র তাত্ত্বিকরা, এমন বেশি কয়েকটি ঘটনা সহিংসতা পর্যন্ত গড়িয়েছে।

রয়টার্সর প্রতিবেদন বলছে, ব্লক হয়ে যাওয়া চ্যানেলগুলোর মধ্যে আছে সেলিব্রেটি শেফ আটিলা হিলডাম্যান-এর টেলিগ্রাম চ্যানেল। মেসেজিং সেবাটিতে এক লাখের বেশি ফলোয়ার ছিল ওই শেফের। তিনি টেলিগ্রাম চ্যানেলটি ব্যবহার করে কোভিড টিকা প্রসঙ্গে ষড়যন্ত্র তত্বের প্রচার করছিলেন বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই টেলিগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছিল বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে, ৬৪টি চ্যানেল ব্লক হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রাণলয়ের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স। এ প্রসঙ্গে মুখ খুলতে রাজি হয়নি টেলিগ্রামও।

সাম্প্রতিক বছরগুলোতে অধিকারকর্মী ও বিপরীতমুখী চিন্তাধারার মানুষদের কাছে কদর বেড়েছে টেলিগ্রাম অ্যাপটির। বিশেষ করে ফেইসবুকের মতো বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মগুলো সরকারি চাপের মুখে মিথ্যাচার ও ভুয়া তথ্যের প্রচার বন্ধে তৎপরতা বাড়ানোর ফলে সৃষ্ট শূন্যস্থানে বিকল্প হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছে টেলিগ্রাম।

জার্মানিতে টেলিগ্রাম নিষিদ্ধ করা হতে পারে এবং দেশটির সরকার মেসেজিং প্ল্যাটফর্মটিকে নীতিমালার অধীনে আনতে ইউরোপিয়ার ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন– জানুয়ারি মাসে প্রকাশিত এক বক্তব্যে বলেছিলেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জার্মানিতে ব্লকড ৬৪টি টেলিগ্রাম চ্যানেল

আপডেট সময় : ১২:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

প্রযুক্তি ডেস্ক : মেসেজিং সেবা টেলিগ্রামের ৬৪টি চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে জার্মানিতে। দেশটিতে কোভিড মহামারী নিয়ে মিথ্যাচার ও ভুয়া খবর প্রচারের শীর্ষ মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মটি। কর্তৃপক্ষের নজর এড়ানোর নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে চরম-ডানপন্থীদের কাছেও জনপ্রিয়তা পেয়েছিল সেবাটি।
স্থানীয় একটি সংবাদপত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার জন্য টেলিগ্রাম কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিলে জার্মানির ‘ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস’।

জার্মানিতে কোভিড টিকাবিরোধী ষড়যন্ত্র তাত্ত্বিকদের অবাধ মিথ্যাচারের সুযোগ করে দেওয়ার জন্য দোষারোপ করা হয় টেলিগ্রামকে। বিভিন্ন সময়ে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ ডেকেছে ওই ষড়যন্ত্র তাত্ত্বিকরা, এমন বেশি কয়েকটি ঘটনা সহিংসতা পর্যন্ত গড়িয়েছে।

রয়টার্সর প্রতিবেদন বলছে, ব্লক হয়ে যাওয়া চ্যানেলগুলোর মধ্যে আছে সেলিব্রেটি শেফ আটিলা হিলডাম্যান-এর টেলিগ্রাম চ্যানেল। মেসেজিং সেবাটিতে এক লাখের বেশি ফলোয়ার ছিল ওই শেফের। তিনি টেলিগ্রাম চ্যানেলটি ব্যবহার করে কোভিড টিকা প্রসঙ্গে ষড়যন্ত্র তত্বের প্রচার করছিলেন বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই টেলিগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছিল বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে, ৬৪টি চ্যানেল ব্লক হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রাণলয়ের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স। এ প্রসঙ্গে মুখ খুলতে রাজি হয়নি টেলিগ্রামও।

সাম্প্রতিক বছরগুলোতে অধিকারকর্মী ও বিপরীতমুখী চিন্তাধারার মানুষদের কাছে কদর বেড়েছে টেলিগ্রাম অ্যাপটির। বিশেষ করে ফেইসবুকের মতো বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মগুলো সরকারি চাপের মুখে মিথ্যাচার ও ভুয়া তথ্যের প্রচার বন্ধে তৎপরতা বাড়ানোর ফলে সৃষ্ট শূন্যস্থানে বিকল্প হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছে টেলিগ্রাম।

জার্মানিতে টেলিগ্রাম নিষিদ্ধ করা হতে পারে এবং দেশটির সরকার মেসেজিং প্ল্যাটফর্মটিকে নীতিমালার অধীনে আনতে ইউরোপিয়ার ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন– জানুয়ারি মাসে প্রকাশিত এক বক্তব্যে বলেছিলেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী।