প্রযুক্তি ডেস্ক : সদ্যই ঘোষণা এসেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ ফোনের। ফোননির্মাতা কোনো প্রতিষ্ঠান নাম মুখে না নিলেও “ঘরের ভেতরে থাকা হাতি”র কথা কারো ভোলা কি সম্ভব? জ্বি, বাজারে নতুন এই ফোনটির হাড্ডাহাড্ডি লড়াই হবে অ্যাপলের আইফোন ১৩ প্রো ম্যাক্স-এর সঙ্গে।
এ মাসের শেষের দিকে মার্কিন বাজারে আসবে গ্যালাক্সি এস২২ আলট্রা। তার আগে ফোন দুটিকে হাতে নিয়ে যেহেতু তুলনার সুযোগ নেই, আসুন প্রতিষ্ঠানদুটির দেওয়া তথ্য অনুসারে যাচাই করে মিলিয়ে দেখা যাক কোন ফোনে কী আছে বা নেই।
এই তুলনার দ্বিতীয় ধাপে আজ থাকছে ফোন দুটির পর্দা বা ডিসপ্লের তুলনা-
স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা’র ডিসপ্লে আইফোন ১৩ প্রো ম্যাক্সের চেয়ে বড়, শার্প, উজ্জ্বল এবং শক্তি-সাশ্রয়ী।
নির্মাতাদের দেওয়া সংখ্যাভিত্তিক বর্ণনা বিবেচনায় নিয়ে খানিকটা তুলনা করা যেতে পারে। গ্যালাক্সি এস২২ আলট্রা’র ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের রেজুলিউশন ৩২০০ী১৪৪০ পিক্সেল। অপরদিকে আইফোন ১৩ প্রো ম্যাক্স ডিসপ্লে হচ্ছে ৬.৭ ইঞ্চির ওলেড এবং এ রেরজুলিউশন ২৭৭৮ী১২৮৪ পিক্সেল।
দুটো স্ক্রিনই সেকেন্ডে সর্বোচ্চ ১২০ বার রিফ্রেশ করে, যা মানে হচ্ছে পর্দায় ছবির মসৃণতা দুটি ফোনেই একই থাকে। রিফ্রেশ রেটের নিচের দিকে এসে গ্যালাক্সি এস ২২ আল্ট্রা সেকেন্ডে এক বারের রিফ্রেশ রেটে চলে আসতে পারে যেখানে আইফোন ১৩ প্রো ম্যাক্স সেকেন্ডে ১০ বারের কম রিফ্রেশ করতে পারে না।
ডিসপ্লেতে ছবির গুণগত মানের দিক থেকে হয়তো এর কোনো গুরুত্ব নেই, তবে শক্তি খরচের বিবেচনায় এটি গ্যালাক্সি এস২২ আল্ট্রাকে আইফোন ১৩ প্রো ম্যাক্সের দুর্দান্ত ক্ষমতার কাছাকাছি যেতে খানিকটা সহায়তা করবে।দআশপাশে উজ্জ্বল আলো থাকলে স্যামসাংয়ের ডিসপ্লে অনেক বেশি উজ্জ্বল হতে পারে। গ্যালাক্সি এস২২ আল্ট্রার ডিসপ্লে সর্বোচ্চ ১৭৫০ নিট পর্যন্ত উজ্জ্বল হতে পারে। সেই হিসাবে আইফোন ১৩ প্রো ম্যাক্স যেতে পারে সর্বোচ্চ ১,২০০ নিট পর্যন্ত।
এই সব তুলনার পরও ডিসপ্লের বেলায় একটা কথা বলতেই হয়। হাতে নিয়ে দেখার আগে একেবারে নিশ্চিত হয়ে বলা সম্ভব নয় কোন ডিসপ্লে সঠিক রং দেখায়, একই ছবি কোন ডিসপ্লেতে দেখতে চোখের জন্য আরামদায়ক। স্যামসাংয়ের ডিসপ্লে তুলনার সময় মনে রাখা উচিৎ আইফোন ১৩ প্রো ম্যাক্স-এর ডিসপ্লে দক্ষতার সঙ্গে টিউন করা। এদিকে স্যামসাং সম্পর্কেও বলা যায়, প্রতিষ্ঠানটি অ্যামোলেড ডিসপ্লে উৎপাদন এবং টিউনিংয়ে শীর্ষ দক্ষ প্রতিষ্ঠান। ফলে, কোনও সন্দেহ ছাড়াই বলা সম্ভব ফোনটির ডিসপ্লে যেন কনটেন্ট দেখার সর্বোচ্চ অভিজ্ঞতা দেয়, প্রিমিয়াম ফোনটিতে সে চেষ্টাই করেছে প্রতিষ্ঠানটি।