আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ১৯ বছরের তরুণ শেহরোজ কাশিফ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনিই পাকিস্তানের সবচেয়ে কনিষ্ঠ হিসেবে এ পর্বত জয় করলেন। কম বয়সে এভারেস্টজয়ী পর্বতারোহীদের মধ্যে বিশ্বে তিনি চতুর্থ। খবর ডনের।
৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উঁচুতে আরোহণের আগে শেহরোজ ১৭ বছর বয়সে ব্রড পিক পাহাড়ে আরোহণ করেছেন। এর উচ্চতা ছিল ৮ হাজার ৪৭ মিটার। এই পাহাড়ে আরোহণের পর থেকে শেহরোজ ‘ব্রড বয়’ নামে পরিচিতি পান।
পর্বতে আরোহণের পর ১৫ দিন নেপালে ছিলেন শেহরোজ কাশিফ। গত মঙ্গলবার তিনি বাড়ি ফেরেন।
১১ বছর বয়সেই পাহাড়ে উঠতে চেয়েছিলেন শেহরোজ। সে সময় পাহাড়ি শহর সোগরানে যাচ্ছিলেন শেহরোজের বাবা। তবে বাবা শেহরোজকে নিতে রাজি হননি।
এর দুই সপ্তাহ পরে মাকরা পাহাড়ের চূড়ায় ওঠেন ১১ বছরের শেহরোজ। ৩ হাজার ৮৮৫ মিটার উঁচুতে উঠেছেন তিনি।
এরপর শেহরোজ ১২ বছর বয়সে মুসা কা মুসালা পাহাড়ের ৪ হাজার ৮০ মিটার উঁচুতে ওঠেন। একই বছরে ৪ হাজার ৬০০ মিটার উঁচুতে চাম্বরা পাহাড় জয় করেন। ১৩ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত আরও পাঁচটি পাহাড় জয় করেছেন শেহরোজ।
শেহরোজ তাঁর মা-বাবার প্রথম সন্তান। পড়াশোনায় দুর্বল হলেও বিজ্ঞানী হতে চাইতেন তিনি। মা-বাবার খুব আদরের সন্তান। শেহরোজ বলেন, অতিরিক্ত আদরের কারণে তিনি আত্মবিশ্বাস হারাতে থাকেন। পরনির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু পাহাড় দেখার পরে তাঁর সব ভাবনা বদলে যায়।
পড়াশোনায় দুর্বল হওয়ার কারণে শেহরোজের শিক্ষক অসন্তুষ্ট ছিলেন। একজন শিক্ষক বলেছিলেন, শেহরোজ জীবনে কিছু অর্জন করতে পারবেন না।
পর্বতে আরোহণের জন্য সরকারি স্পনসরশিপ চান শেহরোজ। তিনি বলেন, এভারেস্ট জয় করে তিনি পাকিস্তানের নামে নতুন রেকর্ড করেছেন। তবে সরকারের পক্ষ থেকে এ জন্য কোনো সহযোগিতা পাননি। পর্বত আরোহণে সরকারের আরও সহযোগিতা প্রয়োজন বলে জানান শেহরোজ।
১৯ বছর বয়সে এভারেস্ট জয়
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ