ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

জিম্বাবুয়ে সফরে বাড়ছে টাইগারদের কোয়ারেন্টাইনের সময়

  • আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : করোনার এই আবহে ক্রিকেট অঙ্গনে প্রতিটি বিদেশ সফরে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। আসন্ন জিম্বাবুয়ের সফরে বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ারেন্টাইনের সময় বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। জিম্বাবুয়েতে কোয়ারেন্টাইন আইন কী হবে- সে বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, এখন পর্যন্ত যা তথ্য আছে, জিম্বাবুয়েতে ৫/৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাদের। দলে কোনো পরিবর্তন হলে তাদেরকও এর আওতায় আনা হবে। করোনা মহামারির মধ্যে এর মধ্যে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় সফর করেছে বাংলাদেশ। অনুশীলন শুরুর আগে নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইন এবং শ্রীলঙ্কায় তিন দিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইন খেলোয়াড়দের পারফরমেন্সের উপর বিরূপ প্রভাব ফেলে। ওয়ানডে ও টি-২০ ফরম্যাট মিলিয়ে সফরে ছয়টি ম্যাচই হারে টাইগাররা। জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়বে বাংলাদেশ। সিরিজটি জুলাইয়ে শুরু হবে। যদিও আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষণা হয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জিম্বাবুয়ে সফরে বাড়ছে টাইগারদের কোয়ারেন্টাইনের সময়

আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

ক্রীড়া প্রতিবেদক : করোনার এই আবহে ক্রিকেট অঙ্গনে প্রতিটি বিদেশ সফরে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। আসন্ন জিম্বাবুয়ের সফরে বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ারেন্টাইনের সময় বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। জিম্বাবুয়েতে কোয়ারেন্টাইন আইন কী হবে- সে বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, এখন পর্যন্ত যা তথ্য আছে, জিম্বাবুয়েতে ৫/৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাদের। দলে কোনো পরিবর্তন হলে তাদেরকও এর আওতায় আনা হবে। করোনা মহামারির মধ্যে এর মধ্যে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় সফর করেছে বাংলাদেশ। অনুশীলন শুরুর আগে নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইন এবং শ্রীলঙ্কায় তিন দিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইন খেলোয়াড়দের পারফরমেন্সের উপর বিরূপ প্রভাব ফেলে। ওয়ানডে ও টি-২০ ফরম্যাট মিলিয়ে সফরে ছয়টি ম্যাচই হারে টাইগাররা। জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়বে বাংলাদেশ। সিরিজটি জুলাইয়ে শুরু হবে। যদিও আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষণা হয়নি।