ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ার কোচ হওয়ার ইচ্ছা একটুও নেই গিলেস্পির

  • আপডেট সময় : ১০:২৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া সমালোচনা করেছেন অ্যাডাম গিলক্রিস্ট ও শেন ওয়ার্নের মতো সাবেক গ্রেটরা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন সাবেক পেসার জেসন গিলেস্পি। হুট করে ল্যাঙ্গারের বিদায় নেওয়াকে বেদনাদায়ক বলেছেন তিনি এবং একই সঙ্গে জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ার কোচ হওয়ার ইচ্ছা একদমই নেই তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে গুঞ্জন ওঠে, দলের খেলোয়াড়দের সঙ্গে বনিবনা হচ্ছে না ল্যাঙ্গারের। তার কোচিংয়ের ধরন নাকি পছন্দ নয় ক্রিকেটারদের। সব মিলিয়ে দম বন্ধ হওয়ার মতো অবস্থা অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচের। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়াও তাকে দীর্ঘমেয়াদে চুক্তি না করার অভিমান থেকে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ল্যাঙ্গার। শনিবার তার পদত্যাগপত্র গ্রহণ করে বোর্ড। আগামী মাসের পাকিস্তান সফরের জন্য পূর্ণ শক্তির টেস্ট দল ঘোষণা করলেও অস্ট্রেলিয়া ল্যাঙ্গারের উত্তরসূরি নির্বাচন করেনি। এদিকে সম্ভাব্য কোচদের তালিকায় নাম শোনা যাচ্ছে গিলেস্পির। তিনিও সরাসরি না করে দিলেন।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম গিলেস্পির উদ্ধৃতি দিয়ে জানায়, ‘আমি কোনো ধরনের চাকরির জন্য নিজেকে বিবেচনা করছি না। আমি সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রতি পূর্ণ অঙ্গীকারবদ্ধ। এখানে আমার অনেক কাজ করার আছে এবং আমি এটি করতে খুব পছন্দ করছি।’ ২০১৮ সালের বল টেম্পারিং কা-ে ড্যারেন লেম্যান সরে দাঁড়ানোর পর দায়িত্ব নেন ল্যাঙ্গার। ওই সময়ই তার উত্তরসূরি হিসেবে বাতাসে ভাসছিল গিলেস্পির নাম। এ নিয়ে তিনি বললেন, ‘এভাবে ভাবতে ভালোই লাগে। কিন্তু এটা এমন কোনো বিষয় নয়, যা নিয়ে আমি বিনোদিত হচ্ছি।’ ল্যাঙ্গারের পদত্যাগ প্রসঙ্গে গিলেস্পি বলেছেন, ‘যেভাবে বোর্ড বিষয়টি দেখভাল করেছে আমি মনে করি তা সবাইকে হতাশ করেছে। সত্যি কথা বলতে, এটা দেখা খুবই হৃদয়বিদারক। জাস্টিন অবশ্য এটা খুব ভালোভাবে সামলে নি য়েছে। আমরা জানি না বন্ধ দরজার পেছনে কী ঘটেছিল, (বর্তমান) খেলোয়াড়রা জাস্টিনের সঙ্গে কথা বলতে পেরেছিল কি না। তবে আমার মতে, আমি যতটুকু জানি অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য গত কয়েক বছর ধরে দারুণ কাজ করেছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, একদিনে হাসপাতালে ৬৭৮

অস্ট্রেলিয়ার কোচ হওয়ার ইচ্ছা একটুও নেই গিলেস্পির

আপডেট সময় : ১০:২৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া সমালোচনা করেছেন অ্যাডাম গিলক্রিস্ট ও শেন ওয়ার্নের মতো সাবেক গ্রেটরা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন সাবেক পেসার জেসন গিলেস্পি। হুট করে ল্যাঙ্গারের বিদায় নেওয়াকে বেদনাদায়ক বলেছেন তিনি এবং একই সঙ্গে জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ার কোচ হওয়ার ইচ্ছা একদমই নেই তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে গুঞ্জন ওঠে, দলের খেলোয়াড়দের সঙ্গে বনিবনা হচ্ছে না ল্যাঙ্গারের। তার কোচিংয়ের ধরন নাকি পছন্দ নয় ক্রিকেটারদের। সব মিলিয়ে দম বন্ধ হওয়ার মতো অবস্থা অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচের। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়াও তাকে দীর্ঘমেয়াদে চুক্তি না করার অভিমান থেকে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ল্যাঙ্গার। শনিবার তার পদত্যাগপত্র গ্রহণ করে বোর্ড। আগামী মাসের পাকিস্তান সফরের জন্য পূর্ণ শক্তির টেস্ট দল ঘোষণা করলেও অস্ট্রেলিয়া ল্যাঙ্গারের উত্তরসূরি নির্বাচন করেনি। এদিকে সম্ভাব্য কোচদের তালিকায় নাম শোনা যাচ্ছে গিলেস্পির। তিনিও সরাসরি না করে দিলেন।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম গিলেস্পির উদ্ধৃতি দিয়ে জানায়, ‘আমি কোনো ধরনের চাকরির জন্য নিজেকে বিবেচনা করছি না। আমি সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রতি পূর্ণ অঙ্গীকারবদ্ধ। এখানে আমার অনেক কাজ করার আছে এবং আমি এটি করতে খুব পছন্দ করছি।’ ২০১৮ সালের বল টেম্পারিং কা-ে ড্যারেন লেম্যান সরে দাঁড়ানোর পর দায়িত্ব নেন ল্যাঙ্গার। ওই সময়ই তার উত্তরসূরি হিসেবে বাতাসে ভাসছিল গিলেস্পির নাম। এ নিয়ে তিনি বললেন, ‘এভাবে ভাবতে ভালোই লাগে। কিন্তু এটা এমন কোনো বিষয় নয়, যা নিয়ে আমি বিনোদিত হচ্ছি।’ ল্যাঙ্গারের পদত্যাগ প্রসঙ্গে গিলেস্পি বলেছেন, ‘যেভাবে বোর্ড বিষয়টি দেখভাল করেছে আমি মনে করি তা সবাইকে হতাশ করেছে। সত্যি কথা বলতে, এটা দেখা খুবই হৃদয়বিদারক। জাস্টিন অবশ্য এটা খুব ভালোভাবে সামলে নি য়েছে। আমরা জানি না বন্ধ দরজার পেছনে কী ঘটেছিল, (বর্তমান) খেলোয়াড়রা জাস্টিনের সঙ্গে কথা বলতে পেরেছিল কি না। তবে আমার মতে, আমি যতটুকু জানি অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য গত কয়েক বছর ধরে দারুণ কাজ করেছে।’