ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ইবিতে শিক্ষাবৃত্তির টাকা ৫০ শতাংশ বেড়েছে

  • আপডেট সময় : ১০:১৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : প্রতিবছর ফলাফলের ভিত্তিতে বিভাগের প্রথম পাঁচ শিক্ষার্থীকে দেওয়া বৃত্তির টাকার পরিমাণ আগের তুলনায় ৫০ শতাংশ বাড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগে এ খাতে প্রতিবছর মোট ১০ লাখ টাকা বরাদ্দ ছিল। এটি বাড়িয়ে ১৫ লাখ টাকা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৫৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ১৯৯৬ সাল থেকে বৃত্তি খাতে প্রতিবছর মোট ৬ লাখ টাকা বরাদ্দ ছিল। পরে ২০১৮ সালে অর্থের পরিমাণ বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়। এতে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে বছরে এতে ২ হাজার ৪০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের এক হাজার ৮০০ টাকা করে দেওয়া হতো।
বৃত্তি শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আমরা বৃত্তি কমিটি থেকে মোট ২১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছিলাম। ফিন্যান্স কমিটি হয়ে সিন্ডিকেটে গেলে ১৫ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে বৃত্তির টাকার পরিমাণ ও বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বাড়িয়ে সমন্বয় করা হবে। তাই শিক্ষার্থীরা প্রত্যেকে কত টাকা করে বৃত্তি পাবে, তা এখনই বলা যাচ্ছে না। পরবর্তী অর্থবছর থেকে এটি কার্যকর হবে।
এছাড়াও সিন্ডিকেট সভায় আবাসিক হলগুলোতে বার্ষিক শিক্ষার্থী প্রতি ভর্তুকি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে এবং দুইজন নতুন শিক্ষক নিয়োগ ও দুইজন ছাত্রের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. শেখ অবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ অন্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে চায় জার্মানি

ইবিতে শিক্ষাবৃত্তির টাকা ৫০ শতাংশ বেড়েছে

আপডেট সময় : ১০:১৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : প্রতিবছর ফলাফলের ভিত্তিতে বিভাগের প্রথম পাঁচ শিক্ষার্থীকে দেওয়া বৃত্তির টাকার পরিমাণ আগের তুলনায় ৫০ শতাংশ বাড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগে এ খাতে প্রতিবছর মোট ১০ লাখ টাকা বরাদ্দ ছিল। এটি বাড়িয়ে ১৫ লাখ টাকা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৫৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ১৯৯৬ সাল থেকে বৃত্তি খাতে প্রতিবছর মোট ৬ লাখ টাকা বরাদ্দ ছিল। পরে ২০১৮ সালে অর্থের পরিমাণ বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়। এতে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে বছরে এতে ২ হাজার ৪০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের এক হাজার ৮০০ টাকা করে দেওয়া হতো।
বৃত্তি শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আমরা বৃত্তি কমিটি থেকে মোট ২১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছিলাম। ফিন্যান্স কমিটি হয়ে সিন্ডিকেটে গেলে ১৫ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে বৃত্তির টাকার পরিমাণ ও বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বাড়িয়ে সমন্বয় করা হবে। তাই শিক্ষার্থীরা প্রত্যেকে কত টাকা করে বৃত্তি পাবে, তা এখনই বলা যাচ্ছে না। পরবর্তী অর্থবছর থেকে এটি কার্যকর হবে।
এছাড়াও সিন্ডিকেট সভায় আবাসিক হলগুলোতে বার্ষিক শিক্ষার্থী প্রতি ভর্তুকি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে এবং দুইজন নতুন শিক্ষক নিয়োগ ও দুইজন ছাত্রের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. শেখ অবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ অন্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।