অর্থ-বাণিজ্য ডেস্ক : রেমিট্যান্স সেবায় বিশেষ অবদান রাখায় ‘এপ্রেসিয়েশন রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংককে এই পুরস্কার প্রদান করেন সেন্টার ফর এনআরবি। সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশীদের কর্তৃক ২০২১ সালে প্রেরিত রেমিট্যান্স সেবায় অসামান্য অবদান রাখায় সাউথইস্ট ব্যাংককে এই পুরস্কার দেওয়া হয়।