ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম থেকে প্রথম সরাসরি রপ্তানি পণ্য যাচ্ছে ইউরোপে

  • আপডেট সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের দেশ ইতালিতে জাহাজে করে সরাসরি রপ্তানি পণ্যের পরিবহন শুরু হয়েছে।
গতকাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে ৯৫২ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’ ইতালির উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
জাহাজটি ১৫-১৬ দিনে ইতালির রেভেনা বন্দরে পৌঁছানোর কথা বলে জানিয়েছেন রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ। কন্টেইনারের পণ্যের মধ্যে ৯৮ শতাংশই তৈরি পোশাক। এর মধ্যে ইতালির ক্রেতাদের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশের ক্রেতাদের অর্ডার করা তৈরি পোশাকও রয়েছে। ‘এমভি সোঙ্গা চিতা’ ছেড়ে যাওয়ার আগে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানান, যারা পণ্য নিয়ে যাবে তাদের অগ্রাধিকার বার্থিং ও সব সার্ভিস দেওয়া হবে। ইউরোপের কোনো দেশে প্রথবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যাত্রাকে যুগান্তকারী উল্লেখ করে বন্দর চেয়ারম্যান বলেন, “আশা করি ভবিষ্যতে আরও অনেকে এগিয়ে আসবেন এটার পর।
“কলম্বো বা সিঙ্গাপুরে যখন কন্টেইনার থাকে অনেক খরচ দিতে হয়, সময়ও লাগতো অনেক বেশি। এ প্রক্রিয়ায় সময় ও খরচ উভয়ই বাঁচবে।”
জাহাজে করে সরাসরি পণ্য পরিবহন শুরুর মধ্য দিয়ে ইউরোপের বাজারে রপ্তানি বাড়ার আশা করছেন দেশের ব্যবসায়ীরা। জাহাজটির যাত্রা শুরুর সময় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, “ইউরোপের কোনো দেশে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য পরিবহন বাংলাদেশের জন্য যুগান্তকারী ঘটনা। “চট্টগ্রাম বন্দর থেকে কোনো বন্দরে ট্রান্সশিপমেন্ট না করে সরাসরি যাবে। এটার দুটো বেনিফিট টাইম অ্যান্ড কস্ট। ক্রেতারা উদ্যোগ নিলে আরও রুটে যাত্রা হবে।”
এর আগে গত বছর ডিসেম্বরে আরেকটি জাহাজের পরীক্ষামূলক যাত্রা সফল হওয়ায় এবার নিয়মিত যাত্রা শুরু হচ্ছে। এখন থেকে বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপের পথে দুটি জাহাজ নিয়মিত চলবে। ‘ক্যাপ ফ্লোরেস’ নামে অপর জাহাজটি গত ২৩ ডিসেম্বর খালি কন্টেইনার নিয়ে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দরে এসেছিল। ইতালিসহ ইউরোপের কয়েকজন ক্রেতার আগ্রহেই ইতালির ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান আরআইএফ লাইন এবং সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কোম্পানিয়া ডি নেভিগেশন চট্টগ্রাম-ইতালি সরসারি জাহাজ চলাচলের এই সেবা চালু করছে।
৯৪৫ টিইইউএস খালি কন্টেইনার এবং ক্যাপিটাল মেশিনারি ভর্তি সাত টিইইউএস কন্টেইনার নিয়ে ‘এমভি সোঙ্গা চিতা’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে গত শনিবার। ফেরার পথে নিয়ে যাচ্ছে ৯৫২ টিইইউএস কন্টেইনার।
ইতালিমুখী জাহাজটি বেলা ১২টার দিকে বন্দর ছাড়ার কথা থাকলেও একটি ডিপোতে ট্রেলার চালকদের ধর্মঘটের কারণে কিছু কন্টেইনার আসতে দেরি হয়। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে সেসব জাহাজে ওঠানো হয়। বন্দর চেয়ার এম শহাজাহান বলেন, “ডিপোতে ট্রেলার চালকরা অতিরিক্ত বেতনের দাবিতে কন্টেইনার না তুলে আটকে রাখে। ২২ টিইইউএস আটকে ছিল। পরে পুলিশ প্রহরায় তা ট্রেলারে তোলা হয়। “এসএপিএল এর অফ ডকে এ ঘটনা ঘটে। শ্রমিক সংস্থার নেতাদের সাথে কথা হয়েছে। পরে সব কন্টেইনার আনা হয়েছে। দেশের সুনাম ক্ষুন্ন করতে এটা করা হয়েছে। তা একদম ঠিক হয়নি।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চট্টগ্রাম থেকে প্রথম সরাসরি রপ্তানি পণ্য যাচ্ছে ইউরোপে

আপডেট সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের দেশ ইতালিতে জাহাজে করে সরাসরি রপ্তানি পণ্যের পরিবহন শুরু হয়েছে।
গতকাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে ৯৫২ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’ ইতালির উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
জাহাজটি ১৫-১৬ দিনে ইতালির রেভেনা বন্দরে পৌঁছানোর কথা বলে জানিয়েছেন রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ। কন্টেইনারের পণ্যের মধ্যে ৯৮ শতাংশই তৈরি পোশাক। এর মধ্যে ইতালির ক্রেতাদের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশের ক্রেতাদের অর্ডার করা তৈরি পোশাকও রয়েছে। ‘এমভি সোঙ্গা চিতা’ ছেড়ে যাওয়ার আগে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানান, যারা পণ্য নিয়ে যাবে তাদের অগ্রাধিকার বার্থিং ও সব সার্ভিস দেওয়া হবে। ইউরোপের কোনো দেশে প্রথবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যাত্রাকে যুগান্তকারী উল্লেখ করে বন্দর চেয়ারম্যান বলেন, “আশা করি ভবিষ্যতে আরও অনেকে এগিয়ে আসবেন এটার পর।
“কলম্বো বা সিঙ্গাপুরে যখন কন্টেইনার থাকে অনেক খরচ দিতে হয়, সময়ও লাগতো অনেক বেশি। এ প্রক্রিয়ায় সময় ও খরচ উভয়ই বাঁচবে।”
জাহাজে করে সরাসরি পণ্য পরিবহন শুরুর মধ্য দিয়ে ইউরোপের বাজারে রপ্তানি বাড়ার আশা করছেন দেশের ব্যবসায়ীরা। জাহাজটির যাত্রা শুরুর সময় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, “ইউরোপের কোনো দেশে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য পরিবহন বাংলাদেশের জন্য যুগান্তকারী ঘটনা। “চট্টগ্রাম বন্দর থেকে কোনো বন্দরে ট্রান্সশিপমেন্ট না করে সরাসরি যাবে। এটার দুটো বেনিফিট টাইম অ্যান্ড কস্ট। ক্রেতারা উদ্যোগ নিলে আরও রুটে যাত্রা হবে।”
এর আগে গত বছর ডিসেম্বরে আরেকটি জাহাজের পরীক্ষামূলক যাত্রা সফল হওয়ায় এবার নিয়মিত যাত্রা শুরু হচ্ছে। এখন থেকে বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপের পথে দুটি জাহাজ নিয়মিত চলবে। ‘ক্যাপ ফ্লোরেস’ নামে অপর জাহাজটি গত ২৩ ডিসেম্বর খালি কন্টেইনার নিয়ে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দরে এসেছিল। ইতালিসহ ইউরোপের কয়েকজন ক্রেতার আগ্রহেই ইতালির ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান আরআইএফ লাইন এবং সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কোম্পানিয়া ডি নেভিগেশন চট্টগ্রাম-ইতালি সরসারি জাহাজ চলাচলের এই সেবা চালু করছে।
৯৪৫ টিইইউএস খালি কন্টেইনার এবং ক্যাপিটাল মেশিনারি ভর্তি সাত টিইইউএস কন্টেইনার নিয়ে ‘এমভি সোঙ্গা চিতা’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে গত শনিবার। ফেরার পথে নিয়ে যাচ্ছে ৯৫২ টিইইউএস কন্টেইনার।
ইতালিমুখী জাহাজটি বেলা ১২টার দিকে বন্দর ছাড়ার কথা থাকলেও একটি ডিপোতে ট্রেলার চালকদের ধর্মঘটের কারণে কিছু কন্টেইনার আসতে দেরি হয়। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে সেসব জাহাজে ওঠানো হয়। বন্দর চেয়ার এম শহাজাহান বলেন, “ডিপোতে ট্রেলার চালকরা অতিরিক্ত বেতনের দাবিতে কন্টেইনার না তুলে আটকে রাখে। ২২ টিইইউএস আটকে ছিল। পরে পুলিশ প্রহরায় তা ট্রেলারে তোলা হয়। “এসএপিএল এর অফ ডকে এ ঘটনা ঘটে। শ্রমিক সংস্থার নেতাদের সাথে কথা হয়েছে। পরে সব কন্টেইনার আনা হয়েছে। দেশের সুনাম ক্ষুন্ন করতে এটা করা হয়েছে। তা একদম ঠিক হয়নি।”