ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

আইসিসির যুব বিশ্বকাপ দলে একমাত্র বাংলাদেশি রিপন

  • আপডেট সময় : ১০:৫৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১৪২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন শেষ হয় বাংলাদেশের যুব দলের। তাদের হতাশাজনক পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসির ঘোষিত সেরা বিশ্বকাপ দলেও। বাংলাদেশ থেকে এই দলে জায়গা পেয়েছেন মাত্র একজন। কানাডা ও ভারতের বিপক্ষে চারটি করে উইকেট নেওয়া ডানহাতি সিমার রিপন মন্ডল ‘মোস্ট ভ্যালুয়েবল টিম অব দ্য টুর্নামেন্টের’ ১২ জনের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। দেশের ছয় ম্যাচের মধ্যে একটি ছাড়া সবগুলোতে উইকেট পেয়েছেন তিনি। সব মিলিয়ে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের তৃতীয় শীর্ষ বোলার রিপন।
১২ জনের শক্তিশালী দলের নেতৃত্বে ভারতের পঞ্চম বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ধুল। এছাড়া চ্যাম্পিয়ন হওয়া অলরাউন্ডার রাজ বাওয়া ও ভিকি ওস্টওয়াল আছেন এই দলে। মোট ৮ দেশের ক্রিকেটাররা জায়গা পেয়েছেন এবারের আসরের সেরা দলে। পাকিস্তানের হাসিবুল্লাহ খান উইকেটকিপিংয়ে। আরেক পাকিস্তানি আওয়াইজ আলীও আছেন। দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস এবং ইংল্যান্ডের টম প্রেস্ট ও জশ বয়ডেন জায়গা করে নিয়েছেন। আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার একমাত্র প্রতিনিধি নুর আহমদ, টিগ ভিল্লি ও দুনিথ ভেল্লালাগে। আইসিসির যুব বিশ্বকাপ জয়ী সেরা দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী): হাসিবুল্লাহ খান, টিগ ভিল্লি, ডেভাল্ড ব্রেভিস, যশ ধুল (অধিনায়ক), টম প্রেস্ট, দুনিথ ভেল্লালাগে, রাজ বাওয়া, ভিকি ওস্টওয়াল, রিপন মন্ডল, আওয়াইজ আলী, জশ বয়ডেন, নুর আহমদ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক প্রাথমিক শিক্ষকদের

আইসিসির যুব বিশ্বকাপ দলে একমাত্র বাংলাদেশি রিপন

আপডেট সময় : ১০:৫৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন শেষ হয় বাংলাদেশের যুব দলের। তাদের হতাশাজনক পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসির ঘোষিত সেরা বিশ্বকাপ দলেও। বাংলাদেশ থেকে এই দলে জায়গা পেয়েছেন মাত্র একজন। কানাডা ও ভারতের বিপক্ষে চারটি করে উইকেট নেওয়া ডানহাতি সিমার রিপন মন্ডল ‘মোস্ট ভ্যালুয়েবল টিম অব দ্য টুর্নামেন্টের’ ১২ জনের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। দেশের ছয় ম্যাচের মধ্যে একটি ছাড়া সবগুলোতে উইকেট পেয়েছেন তিনি। সব মিলিয়ে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের তৃতীয় শীর্ষ বোলার রিপন।
১২ জনের শক্তিশালী দলের নেতৃত্বে ভারতের পঞ্চম বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ধুল। এছাড়া চ্যাম্পিয়ন হওয়া অলরাউন্ডার রাজ বাওয়া ও ভিকি ওস্টওয়াল আছেন এই দলে। মোট ৮ দেশের ক্রিকেটাররা জায়গা পেয়েছেন এবারের আসরের সেরা দলে। পাকিস্তানের হাসিবুল্লাহ খান উইকেটকিপিংয়ে। আরেক পাকিস্তানি আওয়াইজ আলীও আছেন। দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস এবং ইংল্যান্ডের টম প্রেস্ট ও জশ বয়ডেন জায়গা করে নিয়েছেন। আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার একমাত্র প্রতিনিধি নুর আহমদ, টিগ ভিল্লি ও দুনিথ ভেল্লালাগে। আইসিসির যুব বিশ্বকাপ জয়ী সেরা দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী): হাসিবুল্লাহ খান, টিগ ভিল্লি, ডেভাল্ড ব্রেভিস, যশ ধুল (অধিনায়ক), টম প্রেস্ট, দুনিথ ভেল্লালাগে, রাজ বাওয়া, ভিকি ওস্টওয়াল, রিপন মন্ডল, আওয়াইজ আলী, জশ বয়ডেন, নুর আহমদ।