ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মাগুরায় সপ্তক সাহিত্য চক্রের ১১ বছর উদযাপন

  • আপডেট সময় : ০৯:২৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

সাহিত্য ডেস্ক : কবিতা, গল্প, আবৃত্তি সাহিত্য, আড্ডার মধ্য দিয়ে মাগুরায় উদযাপিত হয়েছে সপ্তক সাহিত্য চক্রের ১১ বছর।
গত মঙ্গলবার বিকেলে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে উপন্যাসিক, কবি, আবৃত্তি শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে কবি বিকাশ মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপন্যাসিক লেখক মমতাজ বেগম, মাগুরা জেলা ইতিহাস গবেষক ডা. তাসুকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও কবি পরেশ কান্তি সাহা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কবি ও প্রবন্ধ লেখক শিকদার ওয়ালিউজ্জামান রিংকু বলেন, কোনো এক রাতে চলার পথে দুই বন্ধুর আলোচনার মধ্য দিয়ে এই সপ্তক সাহিত্য চক্রের জন্ম হয়। তারপর দীর্ঘ ১১ বছর বলছে এই সংগঠনটির অনেক জলসিঁড়ি, ছোট ম্যাগাজিন, সাপ্তাহিক পত্রিকাসহ বিভিন্ন প্রকাশনা বের হয়েছে। তাছাড়া সপ্তক সাহিত্য চক্রের মাধ্যমে বিভিন্ন কবি বুদ্বিজীবীদের নিয়ে আলোচনা অনুষ্ঠানও করা হয়।
তিনি আরও বলেন, সাহিত্য, কবিতা, প্রবন্ধ, কবিতাপাঠ ইত্যাদি বিষয় তাদের সামনে তুলে ধরতে পারলে নতুন প্রজন্ম সাহিত্য সম্পর্কে জানতে পারবে।
তিনি উল্লেখ করেন আধুনিক যুগে ইন্টারনেটের অবাধ ব্যবহারের ফলে স্বল্প সময়ে মানুষ হাতের মুঠোয় সব কিছু পেয়ে যাচ্ছে, যে কারণে মানুষ বই বিমুখ হয়ে পড়ছে। নতুন প্রজন্মকে বইমুখী করার আহ্বান করেন তিনি।
পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় সপ্তক সাহিত্য চক্রের ১১ বছর উদযাপন

আপডেট সময় : ০৯:২৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

সাহিত্য ডেস্ক : কবিতা, গল্প, আবৃত্তি সাহিত্য, আড্ডার মধ্য দিয়ে মাগুরায় উদযাপিত হয়েছে সপ্তক সাহিত্য চক্রের ১১ বছর।
গত মঙ্গলবার বিকেলে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে উপন্যাসিক, কবি, আবৃত্তি শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে কবি বিকাশ মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপন্যাসিক লেখক মমতাজ বেগম, মাগুরা জেলা ইতিহাস গবেষক ডা. তাসুকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও কবি পরেশ কান্তি সাহা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কবি ও প্রবন্ধ লেখক শিকদার ওয়ালিউজ্জামান রিংকু বলেন, কোনো এক রাতে চলার পথে দুই বন্ধুর আলোচনার মধ্য দিয়ে এই সপ্তক সাহিত্য চক্রের জন্ম হয়। তারপর দীর্ঘ ১১ বছর বলছে এই সংগঠনটির অনেক জলসিঁড়ি, ছোট ম্যাগাজিন, সাপ্তাহিক পত্রিকাসহ বিভিন্ন প্রকাশনা বের হয়েছে। তাছাড়া সপ্তক সাহিত্য চক্রের মাধ্যমে বিভিন্ন কবি বুদ্বিজীবীদের নিয়ে আলোচনা অনুষ্ঠানও করা হয়।
তিনি আরও বলেন, সাহিত্য, কবিতা, প্রবন্ধ, কবিতাপাঠ ইত্যাদি বিষয় তাদের সামনে তুলে ধরতে পারলে নতুন প্রজন্ম সাহিত্য সম্পর্কে জানতে পারবে।
তিনি উল্লেখ করেন আধুনিক যুগে ইন্টারনেটের অবাধ ব্যবহারের ফলে স্বল্প সময়ে মানুষ হাতের মুঠোয় সব কিছু পেয়ে যাচ্ছে, যে কারণে মানুষ বই বিমুখ হয়ে পড়ছে। নতুন প্রজন্মকে বইমুখী করার আহ্বান করেন তিনি।
পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।