ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

শিল্পকলায় বিশ্বসাহিত্য পরিক্রমায় ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা

  • আপডেট সময় : ০৯:২২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

সাহিত্য ডেস্ক : বিশ্ব-সাহিত্যের অনন্য ও আলোকিত অংশ এবং এর সৌন্দর্যকে শিল্পসমঝদার ও সাহিত্যপ্রেমীদের সামনে উপস্থাপনের লক্ষ্যে শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বসাহিত্য পরিক্রমা’ এর পঞ্চম পর্ব।
গত শুক্রবার শিল্পকলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বুধবার (২৬ জানুয়ারি) শিল্পকলা একাডেমির আয়োজনে অনলাইনে ‘বিশ্বসাহিত্য পরিক্রমা’ অনুষ্ঠানের পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বটি সাজানো ছিল ইংরেজি সাহিত্য নিয়ে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত সভ্যজনদের সাথে বিশ্বসাহিত্যের পরিচয় ও মেলবন্ধন সৃষ্টি করা এবং শিল্পের মানুষের বিশেষ উৎকর্ষ সাধন করায় এই আয়োজনের মূল উদ্দেশ্য। এটি একটি নিয়মিত কর্মসূচি এবং এতে ধারাবহিকভাবে পৃথিবীর বিভিন্ন ভাষার এবং অঞ্চলের সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বসাহিত্য পরিক্রমার এই পর্বের আলোচনায় উঠে আসে ইংরেজি সাহিত্যের অতীত ও বর্তমান চর্চা এবং বাংলাদেশে ইংরেজি সাহিত্যের অবস্থান। এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক নাহিদ কায়সার। আলোচনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. বিনয় বর্মন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইংরেজি সাহিত্য বিশ্বসাহিত্যের অত্যন্ত তাৎপর্যপূর্ণ অংশ। এ ভাষায় লিখেছেন শেক্সপিয়ার, শেলি, কিটস, বায়রন, মিল্টন, জন ডান, এলিয়ট, ইয়েটস্, উইলিয়াম ব্লেক-সহ বিশ্বসাহিত্যের অনেক গুণী কবি-লেখক। ইংরেজি ভাষার সাহিত্যিকরা অনেক প্রভাবশালী শিল্প-মতবাদ বিশ্বের শিল্প-সাহিত্যকে উপহার দিয়েছেন। বাংলা সাহিত্যেও ইংরেজি সাহিত্যের ব্যাপক প্রভাব রয়েছে।
বিশ্বসাহিত্য পরিক্রমা সঞ্চালনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা কবি সৌম্য সালেক। ইতিপূর্বে বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠিত হয় আরবী, ফার্সি, ফরাসি এবং স্প্যানিশ ভাষার সাহিত্য নিয়ে।

আবু আফজাল সালেহ ৩ টি কবিতা

অগ্নিবর্ণ সূর্যাস্তের নিচে

বনের উপর আকাশরেখা
তার উপরে স্তরে স্তরে
বেগুনি আকাশনীল গোলাপি
অগ্নিবর্ণ ক্ষয়িষ্ণু-সূর্য
নিস্তব্ধতার মধ্যে আনন্দ অনুভূতি জাগিয়ে তোলে
দিনের ক্ষয়িষ্ণু স্মৃতিরা বিলীন হতে থাকে।

বহু রং আর এমন আকাশ
অগ্নিবর্ণ সূর্যাস্তের নিচে
খোলা-রোমাঞ্চ, আবেশ
এবং নস্টালজিয়া
বিবর্ণ স্মৃতিরাও জেগে ওঠে।

২.
পাহাড়ের কোলে সূর্যাস্ত

সূর্যাস্ত, আমাকে নিয়ে যেও না।

আমাকে নিয়ে যাও
যখন থাকে মাইলের পর মাইল স্ফূলিঙ্গ
যেখানে দিগন্ত ধারণ করে সোনার ঝলকানি
যেখানে বড় জলরাশি প্রসারিত হয়
কখনো সূর্য অস্ত যাবে না
আমি এমন একটি পাহাড় ও সাগরের কোলে
পথ হাঁটব, হাসব।

পাহাড়ের নিচের সেই মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখুন
আমার সুরেলা হৃদয় এ দৃশ্যের কাছে আত্মসমর্পণ করতে চায়।

৩.
একখ- স্বর্গ

আমরা সমুদ্রের ধারে নেমে গেলাম
আমরা সূর্যাস্তের কোম্পানিতে যোগ দিলাম।

যখন বহু রঙের ছায়া আকাশকে আলোকিত করে
যখন সমুদ্রের জলতলে ছবি আঁকে সূর্য
তখন দুটি হৃদয়ের ঘন আর ভারী নিশ্বাস
তখন উৎসুক বাতাসে ফিসফিস করে ‘ভালোবাসি’।

যখন উজ্জ্বল সাজ আকাশপারে
যখন বর্ণিল আলো সাগরতলে
আর চাঁদ ডাকে আয় আয়
তখন পৃথিবীর বুকে ঝরে একখ- স্বর্গ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়নাঘরের পরতে পরতে নির্যাতনের চিহ্ন

শিল্পকলায় বিশ্বসাহিত্য পরিক্রমায় ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা

আপডেট সময় : ০৯:২২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

সাহিত্য ডেস্ক : বিশ্ব-সাহিত্যের অনন্য ও আলোকিত অংশ এবং এর সৌন্দর্যকে শিল্পসমঝদার ও সাহিত্যপ্রেমীদের সামনে উপস্থাপনের লক্ষ্যে শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বসাহিত্য পরিক্রমা’ এর পঞ্চম পর্ব।
গত শুক্রবার শিল্পকলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বুধবার (২৬ জানুয়ারি) শিল্পকলা একাডেমির আয়োজনে অনলাইনে ‘বিশ্বসাহিত্য পরিক্রমা’ অনুষ্ঠানের পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বটি সাজানো ছিল ইংরেজি সাহিত্য নিয়ে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত সভ্যজনদের সাথে বিশ্বসাহিত্যের পরিচয় ও মেলবন্ধন সৃষ্টি করা এবং শিল্পের মানুষের বিশেষ উৎকর্ষ সাধন করায় এই আয়োজনের মূল উদ্দেশ্য। এটি একটি নিয়মিত কর্মসূচি এবং এতে ধারাবহিকভাবে পৃথিবীর বিভিন্ন ভাষার এবং অঞ্চলের সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বসাহিত্য পরিক্রমার এই পর্বের আলোচনায় উঠে আসে ইংরেজি সাহিত্যের অতীত ও বর্তমান চর্চা এবং বাংলাদেশে ইংরেজি সাহিত্যের অবস্থান। এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক নাহিদ কায়সার। আলোচনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. বিনয় বর্মন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইংরেজি সাহিত্য বিশ্বসাহিত্যের অত্যন্ত তাৎপর্যপূর্ণ অংশ। এ ভাষায় লিখেছেন শেক্সপিয়ার, শেলি, কিটস, বায়রন, মিল্টন, জন ডান, এলিয়ট, ইয়েটস্, উইলিয়াম ব্লেক-সহ বিশ্বসাহিত্যের অনেক গুণী কবি-লেখক। ইংরেজি ভাষার সাহিত্যিকরা অনেক প্রভাবশালী শিল্প-মতবাদ বিশ্বের শিল্প-সাহিত্যকে উপহার দিয়েছেন। বাংলা সাহিত্যেও ইংরেজি সাহিত্যের ব্যাপক প্রভাব রয়েছে।
বিশ্বসাহিত্য পরিক্রমা সঞ্চালনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা কবি সৌম্য সালেক। ইতিপূর্বে বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠিত হয় আরবী, ফার্সি, ফরাসি এবং স্প্যানিশ ভাষার সাহিত্য নিয়ে।

আবু আফজাল সালেহ ৩ টি কবিতা

অগ্নিবর্ণ সূর্যাস্তের নিচে

বনের উপর আকাশরেখা
তার উপরে স্তরে স্তরে
বেগুনি আকাশনীল গোলাপি
অগ্নিবর্ণ ক্ষয়িষ্ণু-সূর্য
নিস্তব্ধতার মধ্যে আনন্দ অনুভূতি জাগিয়ে তোলে
দিনের ক্ষয়িষ্ণু স্মৃতিরা বিলীন হতে থাকে।

বহু রং আর এমন আকাশ
অগ্নিবর্ণ সূর্যাস্তের নিচে
খোলা-রোমাঞ্চ, আবেশ
এবং নস্টালজিয়া
বিবর্ণ স্মৃতিরাও জেগে ওঠে।

২.
পাহাড়ের কোলে সূর্যাস্ত

সূর্যাস্ত, আমাকে নিয়ে যেও না।

আমাকে নিয়ে যাও
যখন থাকে মাইলের পর মাইল স্ফূলিঙ্গ
যেখানে দিগন্ত ধারণ করে সোনার ঝলকানি
যেখানে বড় জলরাশি প্রসারিত হয়
কখনো সূর্য অস্ত যাবে না
আমি এমন একটি পাহাড় ও সাগরের কোলে
পথ হাঁটব, হাসব।

পাহাড়ের নিচের সেই মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখুন
আমার সুরেলা হৃদয় এ দৃশ্যের কাছে আত্মসমর্পণ করতে চায়।

৩.
একখ- স্বর্গ

আমরা সমুদ্রের ধারে নেমে গেলাম
আমরা সূর্যাস্তের কোম্পানিতে যোগ দিলাম।

যখন বহু রঙের ছায়া আকাশকে আলোকিত করে
যখন সমুদ্রের জলতলে ছবি আঁকে সূর্য
তখন দুটি হৃদয়ের ঘন আর ভারী নিশ্বাস
তখন উৎসুক বাতাসে ফিসফিস করে ‘ভালোবাসি’।

যখন উজ্জ্বল সাজ আকাশপারে
যখন বর্ণিল আলো সাগরতলে
আর চাঁদ ডাকে আয় আয়
তখন পৃথিবীর বুকে ঝরে একখ- স্বর্গ।