ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

কোভিডের ছোবলে নিউ জিল্যান্ড সফর শেষ পিটারসেনের

  • আপডেট সময় : ১০:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : নিউ জিল্যান্ড সফরের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা দলে আঘাত হেনেছে করোনাভাইরাস। কোভিড পজিটিভ হওয়ায় দেশটিতে হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না কিগান পিটারসেনের। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বুধবার খবরটি জানানো হয়। ডানহাতি এই ব্যাটসম্যানের শরীরে কোনো উপসর্গ নেই বলেও বিবৃতিতে বলা হয়েছে। গত মাসে দেশের মাঠে ভারতের বিপক্ষে ১-০ তে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচের সিরিজটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ৬ ইনিংসে ৪৬ গড়ে সিরিজের সর্বোচ্চ ২৭৬ রান করে বড় অবদান রাখেন পিটারসেন।
এই টপ অর্ডার ব্যাটসম্যানের পরিবর্তে ডাক পেয়েছেন জুবায়ের হামজা। সবশেষ ২০২০ সালের জানুয়ারিতে টেস্ট খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান, ইংল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত পাঁচ টেস্ট খেলে ১৬১ রান করেছেন তিনি, সর্বোচ্চ ৬২। এটাই একমাত্র ফিফটি, করেছিলেন ২০১৯ সালের রাঁচিতে ভারতের বিপক্ষে। সিরিজের প্রথম টেস্ট শুরু ১৭ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চে। দ্বিতীয়টি ওয়েলিংটনে আগামী ২৫ ফেব্রুয়ারি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কোভিডের ছোবলে নিউ জিল্যান্ড সফর শেষ পিটারসেনের

আপডেট সময় : ১০:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : নিউ জিল্যান্ড সফরের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা দলে আঘাত হেনেছে করোনাভাইরাস। কোভিড পজিটিভ হওয়ায় দেশটিতে হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না কিগান পিটারসেনের। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বুধবার খবরটি জানানো হয়। ডানহাতি এই ব্যাটসম্যানের শরীরে কোনো উপসর্গ নেই বলেও বিবৃতিতে বলা হয়েছে। গত মাসে দেশের মাঠে ভারতের বিপক্ষে ১-০ তে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচের সিরিজটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ৬ ইনিংসে ৪৬ গড়ে সিরিজের সর্বোচ্চ ২৭৬ রান করে বড় অবদান রাখেন পিটারসেন।
এই টপ অর্ডার ব্যাটসম্যানের পরিবর্তে ডাক পেয়েছেন জুবায়ের হামজা। সবশেষ ২০২০ সালের জানুয়ারিতে টেস্ট খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান, ইংল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত পাঁচ টেস্ট খেলে ১৬১ রান করেছেন তিনি, সর্বোচ্চ ৬২। এটাই একমাত্র ফিফটি, করেছিলেন ২০১৯ সালের রাঁচিতে ভারতের বিপক্ষে। সিরিজের প্রথম টেস্ট শুরু ১৭ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চে। দ্বিতীয়টি ওয়েলিংটনে আগামী ২৫ ফেব্রুয়ারি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।