আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এক সন্তানের কোভিড পজিটিভ আসার পর গত সপ্তাহ থেকে তিনি আইসোলেশনে ছিলেন, এবার তিনি নিজেই আক্রান্ত হয়েছেন। সোমবার তিনি জানান, করোনাভাইরাস পরীক্ষার পর তার দেহেও সংক্রমণ ধরা পড়েছে, তবে তিনি ভালো বোধ করছেন এবং সরকারি স্বাস্থ্য গাইডলাইন মেনে কোয়ারেন্টিনে থেকেই কাজ চালিয়ে যাবেন। আইসোলেশনে থাকার সময়ও একবার র্যাপিড টেস্ট করানো হয়েছিল, কিন্তু সে সময় ফল নেগেটিভ এসেছিল বলে জানিয়েছেন তিনি। এক টুইটে ট্রুডো বলেন, “আজ সকালে (সোমবার), পরীক্ষায় আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। আমি ভালো আছি আর এই সপ্তাহে সরকারি স্বাস্থ্য গাইডলাইন মেনে দূর থেকেই কাজ চালিয়ে যাব।
শীতকালীন বন্ধের পর সোমবার থেকে কানাডার পার্লামেন্ট অধিবেশন শুরু হলেও ট্রুডো সেখানে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২০ সালের মার্চে মহামারী শুরু হওয়ার পর পরীক্ষায় স্ত্রী সোফির কোভিড-১৯ পজিটিভ আসার পর ট্রুডো (৫০) দুই সপ্তাহ আইসোলেশনে ছিলেন। গত কয়েক মাসে কানাডার পররাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য কোভিডে আক্রান্ত হয়েছিলেন। পশ্চিমা অন্য যে নেতারা করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছিলেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অন্যতম। তারা উভয়েই বিশ্বজুড়ে মহামারী ছড়ানো এই ভাইরাসে ২০২০ সালে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন।
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর কোভিড পজিটিভ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ