ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

আমিরাতে ইসরায়েলি প্রেসিডেন্ট, ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা

  • আপডেট সময় : ১১:২৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ-এর সফর চলাকালে সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠী। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা।
ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জনহীন এলাকায় পড়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমিরাতের আবুধাবি, মধ্যপ্রাচ্যের ব্যবসায়ী, এবং পর্যটন কেন্দ্র দুবাই শহরকে লক্ষ্য করা হয়েছিল কিনা তা স্পষ্ট করেনি দেশটির সরকার। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পরও উপসাগরীয় দেশটিতে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনও ফ্লাইট বাতিল হয়নি। হামলা হতে পারে এ বিষয়ে রবিবার টুইট বার্তায় আভাস দেয় হুথির সামরিক বাহিনীর মুখপাত্র। ২০১৫ সাল থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর জবাবে জোট দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে গোষ্ঠীটি।
গত রোববার রাষ্ট্রীয় সফরে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ। ইরানের পারমাণবিক চুক্তি যখন পুনরুজ্জীবিতের চেষ্টা চলছে, তখন আমিরাত সফরে গেলেন তিনি। কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা অংশ হিসেবে দেশটিতে গেছেন। ২০২০ সালে আমিরাতের পাশাপাশি মুসলিম রাষ্ট্র বাহরাইন, সুদানসহ মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েল। সূত্র: আল-জাজিরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অবশেষে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জটিলতা কাটার আশা

আমিরাতে ইসরায়েলি প্রেসিডেন্ট, ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা

আপডেট সময় : ১১:২৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ-এর সফর চলাকালে সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠী। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা।
ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জনহীন এলাকায় পড়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমিরাতের আবুধাবি, মধ্যপ্রাচ্যের ব্যবসায়ী, এবং পর্যটন কেন্দ্র দুবাই শহরকে লক্ষ্য করা হয়েছিল কিনা তা স্পষ্ট করেনি দেশটির সরকার। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পরও উপসাগরীয় দেশটিতে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনও ফ্লাইট বাতিল হয়নি। হামলা হতে পারে এ বিষয়ে রবিবার টুইট বার্তায় আভাস দেয় হুথির সামরিক বাহিনীর মুখপাত্র। ২০১৫ সাল থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর জবাবে জোট দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে গোষ্ঠীটি।
গত রোববার রাষ্ট্রীয় সফরে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ। ইরানের পারমাণবিক চুক্তি যখন পুনরুজ্জীবিতের চেষ্টা চলছে, তখন আমিরাত সফরে গেলেন তিনি। কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা অংশ হিসেবে দেশটিতে গেছেন। ২০২০ সালে আমিরাতের পাশাপাশি মুসলিম রাষ্ট্র বাহরাইন, সুদানসহ মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েল। সূত্র: আল-জাজিরা।