কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় আগ্নেয়াস্ত্রসহ জাকির হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এ সময় তিনটি পাইপগান, দুটি এলজি, দুটি রামদা ও চারটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক মো. জাকির হোসেন (৩৫) পেকুয়া টৈইটং ইউপির কাটা পাহাড় এলাকার কবির আহম্মেদের ছেলে।
এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদে আমরা জেনেছি সোমবার রাত ৯টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসী পেকুয়ার টৈইটং ইউপিস্থ বনকানন বাজার এলাকায় অবস্থান করছে। র্যাব সদস্যরা সেখানে পৌঁছলে দৌড়ে পালানোর চেষ্টা করেন জাকির। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, ব্যাপক জিজ্ঞাসাবাদে জাকিরের তথ্য মতে তার ব্যবসায়িক অফিসে তল্লাশি করা হয়। সেখানে কাঠের ছোট আলমারির পেছনে একটি সাদা বস্তার ভিতর থেকে তিনটি দেশীয় পাইপগান, দুটি দেশীয় এলজি, দুটি রামদা ও চারটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিপলু অস্ত্রসহ সন্ত্রাসী আটক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ