ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলা, ১০ সেনা নিহত

  • আপডেট সময় : ১২:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে।
গত বৃহস্পতিবার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ইরান সীমান্তবর্তী কেচ এলাকায় নিরাপত্তা চৌকিতে হঠাৎ হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। ‘সন্ত্রাসীদের সঙ্গে প্রচ- গুলি বিনিময় হয়। এতে এক সন্ত্রাসীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সন্ত্রাসীদের প্রতিহত করতে গিয়ে ১০ সেনা শহীদ হয়েছেন’। পাকিস্তানের সেনাবাহিনীর প্রেস উইং জানিয়েছে, এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলার দায় এখনও স্বীকার করেনি কোনও গোষ্ঠী। এর আগে গত ২৪ ডিসেম্বর একই এলাকার একটি নিরাপত্তা চৌকিতে হামলায় দুই সেনা প্রাণ হারান। এমন হালায় উদ্বেগ বাড়ছে ওই এলাকায়। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী। সূত্র: আল জাজিরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলা, ১০ সেনা নিহত

আপডেট সময় : ১২:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে।
গত বৃহস্পতিবার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ইরান সীমান্তবর্তী কেচ এলাকায় নিরাপত্তা চৌকিতে হঠাৎ হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। ‘সন্ত্রাসীদের সঙ্গে প্রচ- গুলি বিনিময় হয়। এতে এক সন্ত্রাসীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সন্ত্রাসীদের প্রতিহত করতে গিয়ে ১০ সেনা শহীদ হয়েছেন’। পাকিস্তানের সেনাবাহিনীর প্রেস উইং জানিয়েছে, এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলার দায় এখনও স্বীকার করেনি কোনও গোষ্ঠী। এর আগে গত ২৪ ডিসেম্বর একই এলাকার একটি নিরাপত্তা চৌকিতে হামলায় দুই সেনা প্রাণ হারান। এমন হালায় উদ্বেগ বাড়ছে ওই এলাকায়। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী। সূত্র: আল জাজিরা।