আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অন্তত তিনটি রকেট আঘাত হেনেছে। ইরাকি পুলিশ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন বিমান ঘাঁটির কাছে এসব রকেট হামলায় অন্তত একটি বেসামরিক প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব রকেট হামলায় অন্য কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি। পুলিশ সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্লেনটি ইরাকি এয়ারওয়েজ এক সময় ব্যবহার করলেও এখন তা অব্যবহৃত। ক্যাম্প ভিক্টরি নামে পরিচিত মার্কিন বিমান ঘাঁটিটি বাগদাদের বেসামরিক বিমানবন্দর চত্বরে অবস্থিত। ইরাকে রকেট হামলার জন্য যুক্তরাষ্ট্র ও কিছু ইরাকি কর্মকর্তা ইরান সমর্থিত শিয়া গ্রুপগুলোকে দায়ী করে থাকে। এসব গ্রুপ ইরাকের মাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরোধিতা করে থাকে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে রকেট হামলার ঘটনা বেড়েছে।






















