ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

বোলারাদের দাপটে প্রাইম দোলেশ্বরের জয়

  • আপডেট সময় : ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ১২১ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টির কারণে প্রথম ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে এসে জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোলারদের দাপটে খেলাঘর সমাজ কল্যাণ সংস্থাকে ১৯ রানে হারিয়েছে তারা।
আগে ব্যাটিং করে প্রাইম দোলেশ্বর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন ওপেনার ইমরান উজ জামান। এছাড়া সাইফ হাসান ২৮ ও মার্শাল আইয়্যুব খেলেন ২১ রানের ইনিংস। শেষ দিকে যুব বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার শামীম হোসেনের ১২ বলে ১৬ এবং শরিফউল্লাহর ৯ বলে ১৫ রানের ইনিংসের ওপর ভর করেই প্রাইম দোলেশ্বর ১৪৯ রান সংগ্রহ করে। খেলাঘরের বোলারদের মধ্যে খালেদ আহমেদ ও মাসুম খান দুটি করে উইকেট নিয়েছেন।
জবাবে ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খেলাঘর। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতেই পারেনি। নিয়মিত বিরতিত উইকেট হারানো খেলাঘর নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান তুলে অলআউট হয়েছে। আট নম্বর ব্যাটসম্যান রিশাদ হোসেন সর্বোচ্চ ৩৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে মান বাঁচানোর চেষ্টা করেন। নয়তো দলটি স্কোর একশোই ছাড়াতে পারতো না! এছাড়া ফরহাদ হোসেনের ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান ১০ বলে ১২ রান করে আউট হয়েছেন। প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে কামরুল ইসলাম, রেজাউর রহমান ও এনামুল হক জুনিয়র দুটি করে উইকেট নিয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোলারাদের দাপটে প্রাইম দোলেশ্বরের জয়

আপডেট সময় : ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টির কারণে প্রথম ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে এসে জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোলারদের দাপটে খেলাঘর সমাজ কল্যাণ সংস্থাকে ১৯ রানে হারিয়েছে তারা।
আগে ব্যাটিং করে প্রাইম দোলেশ্বর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন ওপেনার ইমরান উজ জামান। এছাড়া সাইফ হাসান ২৮ ও মার্শাল আইয়্যুব খেলেন ২১ রানের ইনিংস। শেষ দিকে যুব বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার শামীম হোসেনের ১২ বলে ১৬ এবং শরিফউল্লাহর ৯ বলে ১৫ রানের ইনিংসের ওপর ভর করেই প্রাইম দোলেশ্বর ১৪৯ রান সংগ্রহ করে। খেলাঘরের বোলারদের মধ্যে খালেদ আহমেদ ও মাসুম খান দুটি করে উইকেট নিয়েছেন।
জবাবে ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খেলাঘর। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতেই পারেনি। নিয়মিত বিরতিত উইকেট হারানো খেলাঘর নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান তুলে অলআউট হয়েছে। আট নম্বর ব্যাটসম্যান রিশাদ হোসেন সর্বোচ্চ ৩৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে মান বাঁচানোর চেষ্টা করেন। নয়তো দলটি স্কোর একশোই ছাড়াতে পারতো না! এছাড়া ফরহাদ হোসেনের ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান ১০ বলে ১২ রান করে আউট হয়েছেন। প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে কামরুল ইসলাম, রেজাউর রহমান ও এনামুল হক জুনিয়র দুটি করে উইকেট নিয়েছেন।