ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

পুতিনের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিলেন বাইডেন

  • আপডেট সময় : ১০:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবে হোয়াইট হাউস।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর কঠোর অবস্থানের মধ্যেই এমন মন্তব্য করলেন বাইডেন।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। এ অভিযান চালানোর জন্য ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে মস্কো। তবে পশ্চিমা দেশগুলোর করা অভিযোগ বরাবরই অস্বীকার করছে রাশিয়া।
ইউক্রেনে হামলা হলে রাশিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এক সংবাদিকের করা প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যা। অবশ্যই আমি সেটা করে দেখাবো।’ তিনি আরো বলেন, ‘রাশিয়া যদি এক লাখ সেনা নিয়ে ইউক্রেনে হামলা চালায় এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। এটি পুরো বিশ্বকে একেবারে বদলে দেবে।’
বাইডেন এ সময় পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি বৃদ্ধির ওপর জোর দেন। তবে এ সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন এই মুহূর্তে ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা তাদের নেই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিলেন বাইডেন

আপডেট সময় : ১০:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবে হোয়াইট হাউস।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর কঠোর অবস্থানের মধ্যেই এমন মন্তব্য করলেন বাইডেন।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। এ অভিযান চালানোর জন্য ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে মস্কো। তবে পশ্চিমা দেশগুলোর করা অভিযোগ বরাবরই অস্বীকার করছে রাশিয়া।
ইউক্রেনে হামলা হলে রাশিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এক সংবাদিকের করা প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যা। অবশ্যই আমি সেটা করে দেখাবো।’ তিনি আরো বলেন, ‘রাশিয়া যদি এক লাখ সেনা নিয়ে ইউক্রেনে হামলা চালায় এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। এটি পুরো বিশ্বকে একেবারে বদলে দেবে।’
বাইডেন এ সময় পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি বৃদ্ধির ওপর জোর দেন। তবে এ সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন এই মুহূর্তে ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা তাদের নেই।