ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

দক্ষিণ সুদানে গোষ্ঠী সহিংসতায় নিহত ৩২

  • আপডেট সময় : ০১:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানে প্রতিপক্ষ জাতিগোষ্ঠীর মধ্যে সহিংসতায় নারী, শিশুসহ ৩২ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গৃহযুদ্ধ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যকার সংঘাতে বিপর্যস্ত দক্ষিণ সুদানের বিভিন্ন অঞ্চল। এর মধ্যে ২৩ জানুয়ারি জাতিগত গোষ্ঠীর দুই প্রতিপক্ষ দলের সশস্ত্র তরুণেরা জংলেই রাজ্যের দুটি গ্রামে হামলা চালায়। এ সময় তাঁরা ফাঁকা গুলি ছোড়ে এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে। দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ মিশন (ইউএনএমআইএসএস)-এর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তারা ঘটনার ভয়াবহতা থেকে পালানোর চেষ্টাকালে নদীতে ডুবে মারা গেছে। এ ছাড়া হামলার ঘটনায় কমপক্ষে ২৬ জন আহত হয়েছে। বাইদিত এলাকায় অনেকে নিখোঁজ রয়েছে।
বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ইউএনএমআইএসএস। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সময়মতো তদন্ত শেষ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে। দক্ষিণ সুদান স্বাধীনতা অর্জনের পর ২০১১ সালে এক বছর সেখানে শান্তিরক্ষা মিশন মোতায়েন ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জাতিগত সংঘাত বেড়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জংলেই এলাকায় জাতিগত মিলিশিয়াদের সশস্ত্র অভিযানে ৭০০–এর বেশি মানুষ নিহত হয়েছে। অনেকে ধর্ষণ কিংবা অপহরণের শিকার হয়েছে। জাতিসংঘের তদন্তে দেখা গেছে, জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাতে রাজনৈতিক ও সামরিক উসকানি রয়েছে। এসব সংঘাতের সময় গ্রামে গ্রামে অগ্নিসংযোগ করা হয়। সহিংসতায় চাপাতি, মেশিনগান ব্যবহার করা হয়। এমনকি, কখনো কখনো রকেট থেকে গ্রেনেড ছুড়তেও দেখা যায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসির নির্বাচন বাতিলের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন

দক্ষিণ সুদানে গোষ্ঠী সহিংসতায় নিহত ৩২

আপডেট সময় : ০১:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানে প্রতিপক্ষ জাতিগোষ্ঠীর মধ্যে সহিংসতায় নারী, শিশুসহ ৩২ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গৃহযুদ্ধ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যকার সংঘাতে বিপর্যস্ত দক্ষিণ সুদানের বিভিন্ন অঞ্চল। এর মধ্যে ২৩ জানুয়ারি জাতিগত গোষ্ঠীর দুই প্রতিপক্ষ দলের সশস্ত্র তরুণেরা জংলেই রাজ্যের দুটি গ্রামে হামলা চালায়। এ সময় তাঁরা ফাঁকা গুলি ছোড়ে এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে। দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ মিশন (ইউএনএমআইএসএস)-এর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তারা ঘটনার ভয়াবহতা থেকে পালানোর চেষ্টাকালে নদীতে ডুবে মারা গেছে। এ ছাড়া হামলার ঘটনায় কমপক্ষে ২৬ জন আহত হয়েছে। বাইদিত এলাকায় অনেকে নিখোঁজ রয়েছে।
বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ইউএনএমআইএসএস। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সময়মতো তদন্ত শেষ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে। দক্ষিণ সুদান স্বাধীনতা অর্জনের পর ২০১১ সালে এক বছর সেখানে শান্তিরক্ষা মিশন মোতায়েন ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জাতিগত সংঘাত বেড়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জংলেই এলাকায় জাতিগত মিলিশিয়াদের সশস্ত্র অভিযানে ৭০০–এর বেশি মানুষ নিহত হয়েছে। অনেকে ধর্ষণ কিংবা অপহরণের শিকার হয়েছে। জাতিসংঘের তদন্তে দেখা গেছে, জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাতে রাজনৈতিক ও সামরিক উসকানি রয়েছে। এসব সংঘাতের সময় গ্রামে গ্রামে অগ্নিসংযোগ করা হয়। সহিংসতায় চাপাতি, মেশিনগান ব্যবহার করা হয়। এমনকি, কখনো কখনো রকেট থেকে গ্রেনেড ছুড়তেও দেখা যায়।