ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

বিকল্প উপায়ে ফি দিয়ে জাতিসংঘের ভোটাধিকার ফিরে পেল ইরান

  • আপডেট সময় : ১১:০০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নিষেধাজ্ঞার কারণে জাতিসংঘের নির্ধারিত ফি পরিশোধ করতে পারছিল না ইরান। ফলে তাদের বকেয়ার জন্য ভোটাধিকার বাতিল করা হয়। অবশেষে দক্ষিণ কোরিয়ার মাধ্যমে অর্থ পরিশোধ করায় হারানো ভোটাধিকার ফিরে পেল মধ্যপ্রাচ্যের দেশটি। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি ইরানের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের ৭০০ কোটি ডলার পাওনা রয়েছে। এই পাওনা অর্থের মধ্যে থেকে এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার জাতিসংঘকে দিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার এ তথ্য জানানো হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ বলেছেন, ইরান জাতিসংঘের সদস্য হিসেবে সদস্যপদের ফি নিয়মিত পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু দুঃখজনকভাবে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার কারণে ইরান এ নিয়ে দ্বিতীয়বার জাতিসংঘকে অর্থ প্রদানে সমস্যার সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন উপাদান সংগ্রহে সমস্যায় পড়েছে। শুধু তাই নয়, এ নিষেধাজ্ঞা জাতিসংঘের ওপরও প্রভাব ফেলেছে।
সম্প্রতি সময়মতো সদস্যপদের ফি পরিশোধ না করায় ইরানসহ আট দেশের ভোটাধিকার স্থগিত করেছিল জাতিসংঘ। ইরান দক্ষিণ কোরিয়ার মাধ্যমে নিজের সেই বকেয়া পরিশোধ করল। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে আছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিকল্প উপায়ে ফি দিয়ে জাতিসংঘের ভোটাধিকার ফিরে পেল ইরান

আপডেট সময় : ১১:০০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নিষেধাজ্ঞার কারণে জাতিসংঘের নির্ধারিত ফি পরিশোধ করতে পারছিল না ইরান। ফলে তাদের বকেয়ার জন্য ভোটাধিকার বাতিল করা হয়। অবশেষে দক্ষিণ কোরিয়ার মাধ্যমে অর্থ পরিশোধ করায় হারানো ভোটাধিকার ফিরে পেল মধ্যপ্রাচ্যের দেশটি। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি ইরানের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের ৭০০ কোটি ডলার পাওনা রয়েছে। এই পাওনা অর্থের মধ্যে থেকে এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার জাতিসংঘকে দিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার এ তথ্য জানানো হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ বলেছেন, ইরান জাতিসংঘের সদস্য হিসেবে সদস্যপদের ফি নিয়মিত পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু দুঃখজনকভাবে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার কারণে ইরান এ নিয়ে দ্বিতীয়বার জাতিসংঘকে অর্থ প্রদানে সমস্যার সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন উপাদান সংগ্রহে সমস্যায় পড়েছে। শুধু তাই নয়, এ নিষেধাজ্ঞা জাতিসংঘের ওপরও প্রভাব ফেলেছে।
সম্প্রতি সময়মতো সদস্যপদের ফি পরিশোধ না করায় ইরানসহ আট দেশের ভোটাধিকার স্থগিত করেছিল জাতিসংঘ। ইরান দক্ষিণ কোরিয়ার মাধ্যমে নিজের সেই বকেয়া পরিশোধ করল। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে আছে।