সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি বিধিনিষেধ অমান্য করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেলের বিরুদ্ধে। শনিবার (২২ জানুয়ারি) রাতভর মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়। স্থানীয়রা জানান, করোনা সংক্রমণ বন্ধের নির্দেশনা উপেক্ষা করে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা সরকার বলেন, ‘ করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি বিধিনিষেধ না মানি, তাহলে জনগণ কিভাবে মানবে। চেয়ারম্যান যে কাজটা করেছে, তা ঠিক হয়নি।’ অভিযোগের বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল বলেন, ‘আমি সন্ধ্যায় অনুষ্ঠান বন্ধ করতে বলেছিলাম।’