ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

আইপিএলের নিলামে নেই গেইল ও স্টার্ক

  • আপডেট সময় : ১০:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • ১৩৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : একসময় আইপিএলের সবচে কাঙ্ক্ষিত নামগুলির একটি ছিলেন ক্রিস গেইল। পারফরম্যান্সেও তিনি ব্যাট হাতে ছিলেন বোলারদের আতঙ্ক। সময়ের পরিক্রমায় এখন সেসব কেবলই সোনালি অতীত। বয়সের থাবায় নিজেকে হারিয়ে ফেলার প্রমাণ হয়ে এলো যেন এবারের আইপিএলের নিলাম। মেগা নিলামের তালিকায়ই নিজেকে রাখেননি ৪২ বছর বয়সী ক্যারিবিয়ান মহাতারকা। গত আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ১০ ম্যাচ খেলে কোনো ফিফটি ছিল না গেইলের। ২১.৪৪ গড়ে রান করতে পেরেছিলেন মাত্র ১৯৩। কারও বদলি হিসেবে পরে সুযোগ না পেলে ২০০৯ সালের পর এই প্রথম আইপিএল খেলা হবে না গেইলের। সাম্প্রতিক সময়ে অবশ্য সব ফ্র্যাঞ্চাইজি লিগেই গেইলের ফর্ম পড়তির দিকে। এবার বিপিএলে অবশ্য দল পেয়েছেন তিনি। খেলবেন সাকিব আল হাসানের ফরচুন বরিশালের হয়ে। নিলামে নাম না তোলাদের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি নাম মিচেল স্টার্ক। ২০১৫ সালের পর আইপিএলে তাকে আর দেখা যায়নি। তবে এবার খেলতে চাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কদিন আগে। শেষ পর্যন্ত নিলামে নিজেকে রাখেননি অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। অতীতে আইপিএলের নিলামে ঝড় তোলা দুই ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস ও জফ্রা আর্চারও নেই এবার। দুজনই অবশ্য আগেই নিশ্চিত করেছিলেন যে, এবার খেলবেন না ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তাদের সঙ্গে নেই নানা সময়ে আইপিএলে ভালো পারফর্ম করা স্যাম কারান, ক্রিস ওকসও।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আইপিএলের নিলামে নেই গেইল ও স্টার্ক

আপডেট সময় : ১০:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : একসময় আইপিএলের সবচে কাঙ্ক্ষিত নামগুলির একটি ছিলেন ক্রিস গেইল। পারফরম্যান্সেও তিনি ব্যাট হাতে ছিলেন বোলারদের আতঙ্ক। সময়ের পরিক্রমায় এখন সেসব কেবলই সোনালি অতীত। বয়সের থাবায় নিজেকে হারিয়ে ফেলার প্রমাণ হয়ে এলো যেন এবারের আইপিএলের নিলাম। মেগা নিলামের তালিকায়ই নিজেকে রাখেননি ৪২ বছর বয়সী ক্যারিবিয়ান মহাতারকা। গত আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ১০ ম্যাচ খেলে কোনো ফিফটি ছিল না গেইলের। ২১.৪৪ গড়ে রান করতে পেরেছিলেন মাত্র ১৯৩। কারও বদলি হিসেবে পরে সুযোগ না পেলে ২০০৯ সালের পর এই প্রথম আইপিএল খেলা হবে না গেইলের। সাম্প্রতিক সময়ে অবশ্য সব ফ্র্যাঞ্চাইজি লিগেই গেইলের ফর্ম পড়তির দিকে। এবার বিপিএলে অবশ্য দল পেয়েছেন তিনি। খেলবেন সাকিব আল হাসানের ফরচুন বরিশালের হয়ে। নিলামে নাম না তোলাদের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি নাম মিচেল স্টার্ক। ২০১৫ সালের পর আইপিএলে তাকে আর দেখা যায়নি। তবে এবার খেলতে চাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কদিন আগে। শেষ পর্যন্ত নিলামে নিজেকে রাখেননি অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। অতীতে আইপিএলের নিলামে ঝড় তোলা দুই ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস ও জফ্রা আর্চারও নেই এবার। দুজনই অবশ্য আগেই নিশ্চিত করেছিলেন যে, এবার খেলবেন না ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তাদের সঙ্গে নেই নানা সময়ে আইপিএলে ভালো পারফর্ম করা স্যাম কারান, ক্রিস ওকসও।