ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

হিলি থেকে দুই কিশোরকে নিয়ে গেছে বিএসএফ

  • আপডেট সময় : ০২:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • ১২৪ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্ত থেকে মাদ্রাসাছাত্র দুই কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল রোববার এই দুই কিশোরকে নিয়ে যায় বলে বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন জানান। এরা হলেন হিলির বালুচর এলাকার আরমান আলীর ছেলে আরাফাত হোসেন (১৫) ও আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (১৩)। তারা দুজনই দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। ওই মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, সকালে মাদ্রাসার শিক্ষার্থীদের হাকিমপুর পৌরসভা টিকা কেন্দ্রে টিকা দিতে আনা হয়। টিকা শেষে তাদের নিজ নিজ বাড়ি চলে যেতে বলা হয়। “অন্যরা চলে গেলেও ওই দুজন সীমান্তে ঘুরতে গিয়ে ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাদের আটক করে। বিষয়টি তাৎক্ষণিক বিজিবিকে জানানো হলে তারা তাদের ফেরত আনতে চেষ্টা করছে।” বিজিবির সুবেদার আলম হোসেন বলেন, ইতিমধ্যে বিএসএফের কাছে তাদের ফেরত চাওয়া হয়েছে। তারা বাংলাদেশি নাগরিক এমন প্রমাণ চেয়েছে বিএসএফ। “আমরা প্রমাণস্বরূপ তাদের জন্ম নিবন্ধনের সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র আনতে তাদের অভিভাবকদের জানিয়েছি।” দ্রুত তাদের ফেরত আনতে বিজিবি কাজ করছে বলে তিনি জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হিলি থেকে দুই কিশোরকে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় : ০২:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্ত থেকে মাদ্রাসাছাত্র দুই কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল রোববার এই দুই কিশোরকে নিয়ে যায় বলে বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন জানান। এরা হলেন হিলির বালুচর এলাকার আরমান আলীর ছেলে আরাফাত হোসেন (১৫) ও আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (১৩)। তারা দুজনই দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। ওই মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, সকালে মাদ্রাসার শিক্ষার্থীদের হাকিমপুর পৌরসভা টিকা কেন্দ্রে টিকা দিতে আনা হয়। টিকা শেষে তাদের নিজ নিজ বাড়ি চলে যেতে বলা হয়। “অন্যরা চলে গেলেও ওই দুজন সীমান্তে ঘুরতে গিয়ে ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাদের আটক করে। বিষয়টি তাৎক্ষণিক বিজিবিকে জানানো হলে তারা তাদের ফেরত আনতে চেষ্টা করছে।” বিজিবির সুবেদার আলম হোসেন বলেন, ইতিমধ্যে বিএসএফের কাছে তাদের ফেরত চাওয়া হয়েছে। তারা বাংলাদেশি নাগরিক এমন প্রমাণ চেয়েছে বিএসএফ। “আমরা প্রমাণস্বরূপ তাদের জন্ম নিবন্ধনের সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র আনতে তাদের অভিভাবকদের জানিয়েছি।” দ্রুত তাদের ফেরত আনতে বিজিবি কাজ করছে বলে তিনি জানান।