ফারিহা ইয়াসমিন : আমি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান।
চলার পথে তাইতো আমার অনেক পিছুটান।
মধ্যবিত্ত মানুষ যারা দুঃখ বারো মাস।
মনের মাঝে কষ্ট চেঁপে সুখের ঘরে বাস।
কষ্ট নামের গভীরতা যায়না কভু মাপা।
কত স্বপ্ন, কত আশা বুকের মাঝেই চাপা।
মধ্যবিত্ত বলেই আমার, অপূর্ণ সব চাওয়া।
ভাগ্যে জোটে সে সব কিছু, সস্তায় যা পাওয়া।
মধ্যবিত্ত মানুষ যারা, এ কথা টা জানা।
মধ্যবিত্ত বলেই মোদের স্বপ্ন দেখা মানা।
জীবনের প্রতিটি পদে, শুধু লড়াই করে বাঁচা।
এই পৃথিবীর জটিলতায় ভীষণ রকম কাঁচা।
জন্ম থেকেই তাই তো মোদের, স্বপ্ন দেখা বারণ।
হাসিমুখে কষ্টগুলো, হৃদয়ে করি ধারণ।
কোন রকমে যায় যে কেটে, খাদ্য-বস্ত্রহীন।
অভাব সে-তো নিত্য সঙ্গী মাথায় বোঝা ঋণ।
একটু খুশিই যেন মোদের, স্বর্গ মাখা সুখ।
প্রয়োজনে দূরে থাকে হাজার চেনা মুখ।
মধ্যবিত্ত বলেই এই সত্যিটা আমি জানি।
জীবন মানে কষ্টে ভরা যন্ত্রণা কতখানি!