মুহাম্মদ আবদুল হান্নান : আমার দুঃখগুলো সিথানে রাখি বালিশের ভাঁজে
অমূল্য রতেœর মতো লুকিয়ে রাখি পকেটে পকেটে
নিরব রাতে একা জেগে জেগে বুকের অরণ্যে
চোখের লোনাজলে করি কষ্টের চাষাবাদ
সুখ আমাকে মানায় না।
সুখ নামক সোনার হরিণের সাথে আমার
জন্ম জন্মান্তরের অভিশাপমাখা অভিমান
এই তো আমি বেশ আছি
অনাহারে অর্ধাহারে জীর্ণশীর্ণগাত্রে রাস্তায় বস্তিতে
কুকুরের পাশে শুয়ে থাকা আধমরা মানুষের মাঝে।
কষ্টের সিঁড়ি বেয়ে ওঠানামা করি সর্বত্র
আঙুলের গ্রীবায় মরণযন্ত্রণা
কারণে অকারণে আমার দিকে তেড়ে আসে
শত সহস্র শোষিত হাত
এই তো আমি বেশ আছি
আমার দুঃখগুলো ভাগাভাগি করি
টোকাইদের সাথে, সর্বহারাদের মিছিলে।
আমার দুঃখগুলো
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ