মজনু মিয়া : হাঁক শুনি খেঁক শেয়ালের রাতের আঁধারে
সুখে নয় দুঃখে কাঁদে তারা নির্বিকার,
সান্ত¡নার কেউ নেই, বিরহ বেদনা দুঃখ সয়ে
জীবন করে পার!
পথের কুকুর আর মানুষের মাঝে তফাত নেই
এক সাথে শুয়ে আছে অসহায়!
পথশিশু বাবা মা জানা নেই, কোঁকায় রাতে থেকে-
থেকে কঠিন যন্ত্রণা দুঃখের বিলাপ!
ভালো থেকো শীত প্রেমী, নরম বিছানায় শুয়ে
ভুলে যেওনা দুখীদের কথা,তারাও মানুষ।