সোমা মুৎসুদ্দী : শীতের ছোঁয়া লাগলো গ্রামে
লাগলো শহর জুড়ে।
সবুজ পাতার নাচন দেখি
হিমেল হাওয়ার সুরে।
দূরের মাঠের পানে কৃষক
ছোটে সকাল হলে।
আগুন পোহায় দাদী নানী
নানান কথা বলে।
খেজুর রসের পিঠা খেতে
পড়ে গেলো ধুম।
ভোরের শিশির কচি ঘাসের
কপলে দেয় চুম।
সোমা মুৎসুদ্দী : শীতের ছোঁয়া লাগলো গ্রামে
লাগলো শহর জুড়ে।
সবুজ পাতার নাচন দেখি
হিমেল হাওয়ার সুরে।
দূরের মাঠের পানে কৃষক
ছোটে সকাল হলে।
আগুন পোহায় দাদী নানী
নানান কথা বলে।
খেজুর রসের পিঠা খেতে
পড়ে গেলো ধুম।
ভোরের শিশির কচি ঘাসের
কপলে দেয় চুম।