কনক কুমার প্রামানিক : পৌষের শীতে দেশটা এখন কাঁপছে থরথর
খোলা জায়গায় থাকে ওরা নেই কোন ঘর।
পথে পথে থেকে ওরা শীতে পোহায় আগুন
অনাহারে কাটায় দিন জোটে না ভাত নুন।
নিঠুর এই দুনিয়াতে ওদের, আপন কেউ নাই
হাড়কাঁপানো এমন শীতে কষ্ট ওদের বেজায়।
লাথিগুতো খেয়েই ওদের কাটে সারা বছর
ভালোবাসা কপালে নাই, পৃথিবীর সবাই পর
মানবতা জাগিয়ে তুলে ওদের আপন করি
উষ্ণতার হাত বাড়িয়ে নতুন সমাজ গড়ি।