মাহবুব-এ-খোদা : বাংলামায়ের বুক জুড়ে আজ
শীত এসেছে শীত,
সন্ধ্যা হলে আগুন জ্বেলে
চলে কেচ্ছা গীত।
সকাল হলেই খেজুর রসে
চলে কোলাহল,
বৃদ্ধ, শিশু গরিব-দুখীর
চোখে ঝরে জল।
গ্রামগঞ্জে শীতের পিঠায়
ছড়িয়ে পড়ে ঘ্রাণ,
শীতসকালে সোনারোদে
জুড়িয়ে যায় প্রাণ।
শিশিরভেজা পাখপাখালি
গাছের ডালে চুপ,
শাকসবজী আর সর্ষে ফুলের
মন ভুলানো রূপ।