ইলিয়াছ হোসেন : জীবনের রঙিন স্বপ্ন যেনো বৃক্ষের শুকনো ঝরাপাতা
কতিপয় ভুলের মাশুল হৃদয়ে যন্ত্রণার রেখা আঁকে
নিরবে সয়ে যাচ্ছি অযাচিত কষ্টগুলো।
মনের আবেগ বুঝাতে ব্যর্থ বাক্যহীন সংলাপে
আশাহত প্রতিশ্রুতিতে ছলছল দু’আঁখি
বৈকালিক রোদে দেখি বিষাদের ছায়া
অতৃপ্ত মন একটু সুখ প্রত্যাশী।