ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

কবি নজরুলের শুভেচ্ছা দূত হলেন

  • আপডেট সময় : ০২:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা ও সাহিত্য আরও ব্যাপকভাবে প্রসারের জন্য ‘শুভেচ্ছা দূত’ হয়েছেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ আবদুল বারী। গত ৬ জানুয়ারি বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা দূত করা হয়। নজরুল একাডেমি ও এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম যৌথভাবে রাজধানীর মগবাজারের নজরুল একাডেমি মিলনায়তনে বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করে।
বিশিষ্ট নজরুল অনুরাগী শাহ আবদুল বারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং চ্যান্সেলর অ্যাওয়ার্ড ১৯৮৭ অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সাল থেকে এক্সিম ব্যাংকের বিভিন্ন বিভাগে শীর্ষস্থানীয় পদে কর্মরত আছেন। কবি কাজী নজরুল ইসলামের অমর সব সৃষ্টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুভেচ্ছা দূত হিসেবে তিনি কাজ করবেন। নজরুলের সৃষ্টিকর্ম গবেষণা ও চর্চায় যারা কাজ করছেন, তাদের সাথে যুক্ত থাকবেন। দেড় বছর ধরে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমে শতবর্ষে বিদ্রোহী ধারাবাহিক প্রচারিত হয়ে আসছে। নজরুলের কবিতা পাঠে সারা বিশ্বের বাঙালিদেরকে আরও বেশি উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কবি নজরুলের শুভেচ্ছা দূত হলেন

আপডেট সময় : ০২:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা ও সাহিত্য আরও ব্যাপকভাবে প্রসারের জন্য ‘শুভেচ্ছা দূত’ হয়েছেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ আবদুল বারী। গত ৬ জানুয়ারি বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা দূত করা হয়। নজরুল একাডেমি ও এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম যৌথভাবে রাজধানীর মগবাজারের নজরুল একাডেমি মিলনায়তনে বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করে।
বিশিষ্ট নজরুল অনুরাগী শাহ আবদুল বারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং চ্যান্সেলর অ্যাওয়ার্ড ১৯৮৭ অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সাল থেকে এক্সিম ব্যাংকের বিভিন্ন বিভাগে শীর্ষস্থানীয় পদে কর্মরত আছেন। কবি কাজী নজরুল ইসলামের অমর সব সৃষ্টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুভেচ্ছা দূত হিসেবে তিনি কাজ করবেন। নজরুলের সৃষ্টিকর্ম গবেষণা ও চর্চায় যারা কাজ করছেন, তাদের সাথে যুক্ত থাকবেন। দেড় বছর ধরে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমে শতবর্ষে বিদ্রোহী ধারাবাহিক প্রচারিত হয়ে আসছে। নজরুলের কবিতা পাঠে সারা বিশ্বের বাঙালিদেরকে আরও বেশি উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়।