ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

খালেদা জিয়া দেশেই সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন: হাছান

  • আপডেট সময় : ১২:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকারের কাছে যে দাবি বিএনপি করছে, তাকে ‘অমূলক’ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ নেতা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘মানস’ আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক সেমিনারে একথা বলেন তিনি। এদিনই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠাতে বিধিনিষেধ প্রত্যাহারে সরকারের কাছে দাবি জানান দলটির নেতা নজরুল ইসলাম খান। এই দাবি বিবেচনা করা হবে কি না জানতে চাইলে সেমিনার শেষে তথ্যমন্ত্রী নবলেন, “বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে পান সেটির ব্যবস্থা করা হয়েছে। তার পছন্দনীয় হাসপাতালে, তার পছন্দমত ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হচ্ছে এবং তিনি সুচিকিৎসা পাচ্ছেন বলেই সুস্থ হয়ে উঠছেন এবং তিনি সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন।
“তার যে শারীরিক সমস্যাগুলো এগুলোতে তিনি ২০ বছর ধরেই ভুগছেন এবং সেগুলোর চিকিৎসা দেশেই আছে। তাই বিএনপির দাবি সম্পূর্ণ অমূলক।”
খালেদা জিয়াকে কারাগারে না রেখে মানবতা দেখিয়ে স্বজনদের সঙ্গে থাকতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কৃতজ্ঞতা’ জানানো উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান।
এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকাটাই যৌক্তিক : রোববার এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেওয়ার বিষয়ে সম্প্রতি তারা একটি চিঠি পেয়েছেন। এই সেবা ইসির হাতেই থাকা উচিত। না হলে কিছু অসুবিধা হবে। এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় করে। এটি নির্বাচন কমিশন করে না। নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করে। “যখন একটি প্রকল্প হিসেবে শুধু ভোটার তালিকা প্রণয়নের বিষয় ছিল, তখন সেটি নির্বাচন কমিশনের হাতে থাকাটা ছিল যৌক্তিক। যখন এটা ভোটার তালিকা নয়, জাতীয় পরিচয়পত্র তখন এটি সরকারের হাতে বা সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয়ের হাতে থাকবে এটাই যৌক্তিক।” সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক অরুপ রতন চৌধুরী। এতে বক্তব্য দেন মানসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চলনবিলের ভাসমান স্কুল পেলো ইউনেস্কোর পুরস্কার

খালেদা জিয়া দেশেই সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন: হাছান

আপডেট সময় : ১২:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকারের কাছে যে দাবি বিএনপি করছে, তাকে ‘অমূলক’ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ নেতা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘মানস’ আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক সেমিনারে একথা বলেন তিনি। এদিনই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠাতে বিধিনিষেধ প্রত্যাহারে সরকারের কাছে দাবি জানান দলটির নেতা নজরুল ইসলাম খান। এই দাবি বিবেচনা করা হবে কি না জানতে চাইলে সেমিনার শেষে তথ্যমন্ত্রী নবলেন, “বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে পান সেটির ব্যবস্থা করা হয়েছে। তার পছন্দনীয় হাসপাতালে, তার পছন্দমত ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হচ্ছে এবং তিনি সুচিকিৎসা পাচ্ছেন বলেই সুস্থ হয়ে উঠছেন এবং তিনি সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন।
“তার যে শারীরিক সমস্যাগুলো এগুলোতে তিনি ২০ বছর ধরেই ভুগছেন এবং সেগুলোর চিকিৎসা দেশেই আছে। তাই বিএনপির দাবি সম্পূর্ণ অমূলক।”
খালেদা জিয়াকে কারাগারে না রেখে মানবতা দেখিয়ে স্বজনদের সঙ্গে থাকতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কৃতজ্ঞতা’ জানানো উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান।
এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকাটাই যৌক্তিক : রোববার এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেওয়ার বিষয়ে সম্প্রতি তারা একটি চিঠি পেয়েছেন। এই সেবা ইসির হাতেই থাকা উচিত। না হলে কিছু অসুবিধা হবে। এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় করে। এটি নির্বাচন কমিশন করে না। নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করে। “যখন একটি প্রকল্প হিসেবে শুধু ভোটার তালিকা প্রণয়নের বিষয় ছিল, তখন সেটি নির্বাচন কমিশনের হাতে থাকাটা ছিল যৌক্তিক। যখন এটা ভোটার তালিকা নয়, জাতীয় পরিচয়পত্র তখন এটি সরকারের হাতে বা সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয়ের হাতে থাকবে এটাই যৌক্তিক।” সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক অরুপ রতন চৌধুরী। এতে বক্তব্য দেন মানসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ।