ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বাস-ট্রাক ও পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো দু’জনের

  • আপডেট সময় : ০১:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

নাটোর সংবাদদাতা : নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহীর এলাকা থেকে নাটোরের দিকে আসা একটি কাঠভর্তি ট্রাক ও একটি পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আবু মুসার মৃত্যু হয়। এছাড়া আহত হন ১০ জন।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান বলেন, আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কাঠ ব্যবসায়ী আসাদুলকে মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে জানা গেছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাস-ট্রাক ও পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো দু’জনের

আপডেট সময় : ০১:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

নাটোর সংবাদদাতা : নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহীর এলাকা থেকে নাটোরের দিকে আসা একটি কাঠভর্তি ট্রাক ও একটি পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আবু মুসার মৃত্যু হয়। এছাড়া আহত হন ১০ জন।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান বলেন, আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কাঠ ব্যবসায়ী আসাদুলকে মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে জানা গেছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।