নিজস্ব প্রতিবেদক : পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করছেন তাকতে অংশ নেবে বিএনপির একসময়ের জোটসঙ্গী আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব আব্দুল মতিন সউদ। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যে সংলাপ ডেকেছেন তাতে আগামী ১৩ জানুয়ারি রাত ৮টায় আমরা অংশ নেব। আমাদের দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। নতুন নির্বাচন কমিশন গঠনে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসছেন রাষ্ট্রপতি। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
ছয় নেতা নিয়ে বঙ্গভবনে যাবেন পার্থ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ