ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

ফর্মহীন কোহলি বললেন ‘নতুন করে কিছু প্রমাণের নেই’

  • আপডেট সময় : ০১:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দুই বছর হয়ে গেছে, ব্যাটে রান নেই। সেই ২০১৯ থেকে কোনো সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি। বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটারের ফর্ম ক্রমেই তলানির দিকে। এর মধ্যে গত টেস্টের দুই ইনিংসে অফ স্টাম্পের অনেক বাইরের বলে অহেতুক খোঁচা মেরে আউট হয়েছেন। শুধু তাই নয়, গত বছর বিদেশের মাটিতে শেষ ১০ ইনিংসে খোঁচা দিয়ে ফিরেছেন কোহলি। যদিও নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন কোহলি। মঙ্গলবার থেকে কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট শুরু হতে যাচ্ছে। এর আগে সোমবার ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে কোহলি নিজের ফর্মের প্রসঙ্গে বলেন, ‘এটাই প্রথমবার নয়। আগেও আমি এমন ফর্মহীনতায় ভূগেছি। এটাই বাস্তব। পৃথিবী আমাকে যেভাবে দেখে, আমি নিজেকে সেভাবে দেখি না। আমিই আমার স্ট্যান্ডার্ড তৈরি করেছি। সেই স্ট্যান্ডার্ড থেকেই আমার তুলনা হয়।’
কোহলি আরও বলেন, ‘সবচেয়ে বেশি গর্ব হয়, দলের জন্য কিছু করতে পারলে। খেলার মাঝে মধ্যে এমন কিছু হয়ে যায়, যা আমরা চাই না। কিন্তু আমি এটা উপলব্ধি করেছি যে, গতবছর ব্যাটার হিসাবে আমার ক্যারিয়ারে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেগুলো আমার মাথায় আছে। মাঝে মধ্যে আমাদের ফোকাল পয়েন্ট বদলে যায়। বাকিরা যেভাবে আমাকে দেখছে, সেভাবে আমি নিজেকে দেখলে কখনই খুশি হতাম না। আমি চিন্তিত নই। আমি বিশ্বাস করি কাউকে কিছু প্রমাণ করার নেই। আমি এমন একটা জায়গায় আছি, যেখান থেকে এই বিশ্ব আমার বিচার করে।’ এই মুহূর্তে ৯৮টি টেস্টে ৫০.৩৪ গড়ে কোহলির ঝুলিতে আছে ৭৮৫৪ রান। কেপটাউনে কোহলি যদি আর ১৪৬ রান করতে পারেন তাহলে তিনি লাল বলের ক্রিকেটে ৩১ তম ব্যাটার হিসাবে ৮০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন। তার ঝুলিতে আছে ২৭টি সেঞ্চুরি এবং সমসংখ্যক হাফ-সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান শিকারি ব্যাটারদের তালিকায় ‘কিং কোহলি’র স্থান ৩২ নম্বরে। সর্বাধিক ১৫৯২১ রান নিয়ে এক নম্বরে আছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফর্মহীন কোহলি বললেন ‘নতুন করে কিছু প্রমাণের নেই’

আপডেট সময় : ০১:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : দুই বছর হয়ে গেছে, ব্যাটে রান নেই। সেই ২০১৯ থেকে কোনো সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি। বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটারের ফর্ম ক্রমেই তলানির দিকে। এর মধ্যে গত টেস্টের দুই ইনিংসে অফ স্টাম্পের অনেক বাইরের বলে অহেতুক খোঁচা মেরে আউট হয়েছেন। শুধু তাই নয়, গত বছর বিদেশের মাটিতে শেষ ১০ ইনিংসে খোঁচা দিয়ে ফিরেছেন কোহলি। যদিও নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন কোহলি। মঙ্গলবার থেকে কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট শুরু হতে যাচ্ছে। এর আগে সোমবার ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে কোহলি নিজের ফর্মের প্রসঙ্গে বলেন, ‘এটাই প্রথমবার নয়। আগেও আমি এমন ফর্মহীনতায় ভূগেছি। এটাই বাস্তব। পৃথিবী আমাকে যেভাবে দেখে, আমি নিজেকে সেভাবে দেখি না। আমিই আমার স্ট্যান্ডার্ড তৈরি করেছি। সেই স্ট্যান্ডার্ড থেকেই আমার তুলনা হয়।’
কোহলি আরও বলেন, ‘সবচেয়ে বেশি গর্ব হয়, দলের জন্য কিছু করতে পারলে। খেলার মাঝে মধ্যে এমন কিছু হয়ে যায়, যা আমরা চাই না। কিন্তু আমি এটা উপলব্ধি করেছি যে, গতবছর ব্যাটার হিসাবে আমার ক্যারিয়ারে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেগুলো আমার মাথায় আছে। মাঝে মধ্যে আমাদের ফোকাল পয়েন্ট বদলে যায়। বাকিরা যেভাবে আমাকে দেখছে, সেভাবে আমি নিজেকে দেখলে কখনই খুশি হতাম না। আমি চিন্তিত নই। আমি বিশ্বাস করি কাউকে কিছু প্রমাণ করার নেই। আমি এমন একটা জায়গায় আছি, যেখান থেকে এই বিশ্ব আমার বিচার করে।’ এই মুহূর্তে ৯৮টি টেস্টে ৫০.৩৪ গড়ে কোহলির ঝুলিতে আছে ৭৮৫৪ রান। কেপটাউনে কোহলি যদি আর ১৪৬ রান করতে পারেন তাহলে তিনি লাল বলের ক্রিকেটে ৩১ তম ব্যাটার হিসাবে ৮০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন। তার ঝুলিতে আছে ২৭টি সেঞ্চুরি এবং সমসংখ্যক হাফ-সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান শিকারি ব্যাটারদের তালিকায় ‘কিং কোহলি’র স্থান ৩২ নম্বরে। সর্বাধিক ১৫৯২১ রান নিয়ে এক নম্বরে আছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।