সাজু কবীর : বন্ধু, তুমি জাগো,
নিকষ আঁধার খুঁড়ে
আলো আনো তুলে
স্বপ্ন উড়ে দাও
প্রাণিত ইচ্ছে-আকাশে
আলোর বাতাসে।
দিবা-বুক চষে
কেটে আনো জীবনের
সোনালি ফসল
জ্ঞান-বাগে উড়ে
চুষে নাও পুষ্পরস
অমূল্য সম্বল।
ভ্রষ্ট-কষ্ট খেলে কেনো
জীবনের রূপালি সকালে?
গোল করে যাও
ও ছক্কা হাঁকাও
নিরাশার অমানিশি
উবে যাবে ভোরে।