তুহীন বিশ্বাস :সত্যের পূজারী পবিত্রতার কা-ারি তুমি?
হারাবে সম্বল কম্বল এমনকি নিজ ভূমি।
কলুষিত সমাজে বিষাক্ত তিরস্কার ভাগ্য
হবে না কখনো তুমি ভাঙ্গা কুলোর যোগ্য।
নষ্ট হব আমি, তুলে নিব উত্তপ্ত দীর্ঘশ্বাস
অন্ধকার আমন্ত্রণ জানিয়ে করবো বাস।
কলঙ্কিত সভ্যতায় উন্মুক্ত হউক সতীত্ব
কলঙ্কিনীর দুয়ারে লেপ্টে দিব অস্তিত্ব।
অতঃপর খুঁজে নিব সুষ্ঠু সমাজের মন্ত্র
বিষ ঝেড়ে স্থাপিত হবে সুখী হবার যন্ত্র।
নষ্ট হয়ে আঁধার থেকে খুঁজে নিব আলো
মন্দ পরিহারে প্রতিষ্ঠা হোক সব ভালো।