হাফিজুর রহমান : হাড় মাংস কাঁপছে শীতে
থর – থরে থর-থর,
শীতল বাতাস যায় বয়ে
উষ্ণ নয় বাহির-ঘর।
গরম কাপড় না-থাকলে
দুর্ভোগ হয় না শেষ,
দিনে-রাতে কাতরানোয়
কাটে না যে ক্লেশ।
নিত্য নয়া ভিন্ন কাপড়ে
ধনীর হয় বিলাসিতা,
গরীব- ঘরে কষ্টের বাস
শীতে হয় মুখ তিতা।
শীত ও পথশিশু
মোঃ রাজিব হুমায়ুন
শীত-
পথশিশুর কানে বাজে
বিষাদ মাখা গীত।
এই-
হিম বাতাসে কাপে দেহ
উষ্ণ কাপড় নেই।
হাত-
দাও বাড়িয়ে সহায়তার
করো দৃষ্টিপাত।
পণ-
করো আজই শীতের কাপড়
দিবে ধনীজন।